নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঠিক কবে নাগাদ হাসপাতাল ছাড়তে পারবেন, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কিছু জানা যায়নি। আজ রোববার চিকিৎসকেরা বলেছেন, সব পরীক্ষা-নিরীক্ষা শেষে পর্যালোচনার পর তাঁকে বাসায় নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।
২৪ এপ্রিল দ্বিতীয়বারের মতো করোনা পজিটিভ হন খালেদা। গত ২৭ এপ্রিল রাত থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। আজ তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, তিনি (খালেদা জিয়া) সুস্থ আছেন। বড় কোনো জটিলতা আপাতত নেই। তবে দেড় বছরের মতো ঝুলে থাকা কিছু পরীক্ষা, যেগুলো পরিস্থিতির কারণে এত দিন হয়নি, সেগুলো এখন করানো হচ্ছে। পাশাপাশি নতুন কিছু পরীক্ষাও দেওয়া হয়েছে। তাই সময় লাগবে আরও কয়েক দিন।
১১ এপ্রিল প্রথমবার করোনায় আক্রান্ত হন খালেদা জিয়া। ১৫ এপ্রিল রাতে সিটি স্ক্যান করাতে প্রথমবারের মতো তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে ওই রাতেই বাড়ি ফিরে যান খালেদা। ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় করোনা পরীক্ষাতেও পজিটিভ হন খালেদা জিয়া। ২৭ এপ্রিল রাতে আবারও তাঁকে হাসপাতালে নেওয়া হয় । সেদিন থেকে এখনো হাসপাতালে ভর্তি আছেন তিনি।
এদিকে করোনামুক্ত হয়েছেন খালেদার বাসার আট কর্মচারী। খালেদার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ‘ম্যাডামসহ বাসায় মোট নয়জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এখন তাঁদের সবাই করোনামুক্ত। তাঁরা সবাই সুস্থ আছেন।’
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপর ২০২০ সালের ২৫ মার্চ তাঁকে ছয় মাসের জন্য নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়। পরে ওই বছরের সেপ্টেম্বরে মুক্তির সময় আরও ছয় মাস বাড়ায় সরকার। এ বছরের মার্চে তৃতীয়বারের মতো ছয় মাসের মেয়াদ বাড়ানো হয়।

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঠিক কবে নাগাদ হাসপাতাল ছাড়তে পারবেন, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কিছু জানা যায়নি। আজ রোববার চিকিৎসকেরা বলেছেন, সব পরীক্ষা-নিরীক্ষা শেষে পর্যালোচনার পর তাঁকে বাসায় নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।
২৪ এপ্রিল দ্বিতীয়বারের মতো করোনা পজিটিভ হন খালেদা। গত ২৭ এপ্রিল রাত থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। আজ তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, তিনি (খালেদা জিয়া) সুস্থ আছেন। বড় কোনো জটিলতা আপাতত নেই। তবে দেড় বছরের মতো ঝুলে থাকা কিছু পরীক্ষা, যেগুলো পরিস্থিতির কারণে এত দিন হয়নি, সেগুলো এখন করানো হচ্ছে। পাশাপাশি নতুন কিছু পরীক্ষাও দেওয়া হয়েছে। তাই সময় লাগবে আরও কয়েক দিন।
১১ এপ্রিল প্রথমবার করোনায় আক্রান্ত হন খালেদা জিয়া। ১৫ এপ্রিল রাতে সিটি স্ক্যান করাতে প্রথমবারের মতো তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে ওই রাতেই বাড়ি ফিরে যান খালেদা। ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় করোনা পরীক্ষাতেও পজিটিভ হন খালেদা জিয়া। ২৭ এপ্রিল রাতে আবারও তাঁকে হাসপাতালে নেওয়া হয় । সেদিন থেকে এখনো হাসপাতালে ভর্তি আছেন তিনি।
এদিকে করোনামুক্ত হয়েছেন খালেদার বাসার আট কর্মচারী। খালেদার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ‘ম্যাডামসহ বাসায় মোট নয়জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এখন তাঁদের সবাই করোনামুক্ত। তাঁরা সবাই সুস্থ আছেন।’
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপর ২০২০ সালের ২৫ মার্চ তাঁকে ছয় মাসের জন্য নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়। পরে ওই বছরের সেপ্টেম্বরে মুক্তির সময় আরও ছয় মাস বাড়ায় সরকার। এ বছরের মার্চে তৃতীয়বারের মতো ছয় মাসের মেয়াদ বাড়ানো হয়।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
৪ মিনিট আগে
ইসির (নির্বাচন কমিশন) ভেতরে যে ভূত লুকিয়ে আছে, এটা কিন্তু আমরাও জানতাম না, সারা জাতিও জানত না, আমরা অবিলম্বে ওই ষড়যন্ত্রকারীদের অপসারণ চাই—এ দাবি করেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
২ ঘণ্টা আগে