নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের বিশিষ্ট ব্যবসায়ী গ্রুপ সিকদার গ্রুপের কর্ণধার জয়নুল হক সিকদার পরিবারের ১৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
যাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তাঁরা হলেন জয়নুল হক শিকদারের স্ত্রী মনোয়ারা সিকদার, ছেলে মমতাজুল হক সিকদার, দিপু হক সিকদার, রন হক ও রিক হক সিকদার, মেয়ে নাসিম সিকদার, পারভিন হক সিকদার ও লিসা ফাতেমা হক সিকদার, মেয়ে পারভীন হক সিকদারের স্বামী সালাউদ্দিন খান, সালাউদ্দিন খানের মেয়ে জেফরি খান সিকদার ও মেন্ডি খান সিকদার, নাসিম শিকদারের মেয়ে মনিকা খান সিকদার, রন হক সিকদারের ছেলে শন হক সিকদার ও রিক হক সিকদারের ছেলে জন হক সিকদার।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান।
দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, ন্যাশনাল ব্যাংক পরিচালনা পরিষদের চেয়ারম্যান জয়নুল হক শিকদার ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নামে-বেনামে জনগণের আমানতকৃত অর্থ লুটপাটসহ ঘুষের বিনিময়ে বিধি-বহির্ভূতভাবে ঋণ দেওয়ার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগ দুদকে অনুসন্ধানাধীন রয়েছে।
অনুসন্ধানকালে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা যেকোনো সময় দেশ ছেড়ে যেতে পারেন। তাঁরা দেশ ছেড়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত ও দীর্ঘায়িত হবে। সে জন্য তাঁদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজসহ সিকদার গ্রুপের ১৫ প্রতিষ্ঠানের সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন একই আদালত। গত ৯ মার্চ সিকদার গ্রুপের ৪২টি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়।

দেশের বিশিষ্ট ব্যবসায়ী গ্রুপ সিকদার গ্রুপের কর্ণধার জয়নুল হক সিকদার পরিবারের ১৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
যাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তাঁরা হলেন জয়নুল হক শিকদারের স্ত্রী মনোয়ারা সিকদার, ছেলে মমতাজুল হক সিকদার, দিপু হক সিকদার, রন হক ও রিক হক সিকদার, মেয়ে নাসিম সিকদার, পারভিন হক সিকদার ও লিসা ফাতেমা হক সিকদার, মেয়ে পারভীন হক সিকদারের স্বামী সালাউদ্দিন খান, সালাউদ্দিন খানের মেয়ে জেফরি খান সিকদার ও মেন্ডি খান সিকদার, নাসিম শিকদারের মেয়ে মনিকা খান সিকদার, রন হক সিকদারের ছেলে শন হক সিকদার ও রিক হক সিকদারের ছেলে জন হক সিকদার।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান।
দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, ন্যাশনাল ব্যাংক পরিচালনা পরিষদের চেয়ারম্যান জয়নুল হক শিকদার ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নামে-বেনামে জনগণের আমানতকৃত অর্থ লুটপাটসহ ঘুষের বিনিময়ে বিধি-বহির্ভূতভাবে ঋণ দেওয়ার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগ দুদকে অনুসন্ধানাধীন রয়েছে।
অনুসন্ধানকালে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা যেকোনো সময় দেশ ছেড়ে যেতে পারেন। তাঁরা দেশ ছেড়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত ও দীর্ঘায়িত হবে। সে জন্য তাঁদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজসহ সিকদার গ্রুপের ১৫ প্রতিষ্ঠানের সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন একই আদালত। গত ৯ মার্চ সিকদার গ্রুপের ৪২টি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পাঁচ দিন পিছিয়ে ২৫ জানুয়ারি ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই তারিখ ধার্য করেন।
৯ মিনিট আগে
নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর হওয়ায় টাঙ্গাইলের দুই নারীসহ ১৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর ফলে টাঙ্গাইলের আটটি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৫৫। টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
১১ মিনিট আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেনের প্রথম জানাজা চট্টগ্রামে র্যাব কার্যালয়ে সম্পন্ন হয়েছে। এ সময় তাঁর সহকর্মীরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন। জানাজা শেষে তাঁর লাশ নিয়ে অ্যাম্বুলেন্স কুমিল্লায় নিজ গ্রামের পথে রওনা দিয়েছে বলে
১২ মিনিট আগে
‘গণভোটের ব্যাপারে সরকারের যে তৎপরতা দেখছি, দুষ্কৃতকারীদের দমনে সেই তৎপরতা দেখছি না। তফসিল ঘোষণার পর ১৫ জন নেতা-কর্মী নিহত হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন কী করছে?’
৩২ মিনিট আগে