
ঢাকা : সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা করার মানে হচ্ছে গোটা জাতির বিবেকের বিরুদ্ধে মামলা, সাংবাদিকদের কলমের বিরুদ্ধে মামলা।’
মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন।
গতকাল সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রাখার পর থানায় নিয়ে আসা হয়। আজ মঙ্গলবার সকালে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ইকবাল হাসান বলেন, ‘একজন বস্তুনিষ্ঠ সাংবাদিককে অতিরিক্ত সচিব টুটি চেপে ধরে, গলা টিপে ধরে।এরকম অমানবিকতা, শিক্ষার অভাব পরিচয় বহনকারী সরকারি কর্মকর্তাদের দেখে হতবাক হয়ে যাই। এক সমুদ্র রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, সে দেশে আজকে জনগণের রাজস্বের পয়সা দিয়ে সাংবাদিক ও দেশের মানুষকে শায়েস্তা করার প্রবণতা দেখা যাচ্ছে। এমন প্রবণতা দেশের জন্য অমঙ্গলকর।’
রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও তাঁর মুক্তির দাবি জানিয়ে ইকবাল হাসান বলেন, ‘এখন দেখছি, রোজিনা ইসলামের চরিত্র হননের জন্য পোষা লোকজন কথা বলছে। এটা অশুভ লক্ষণ। এসব এখনই বন্ধ করতে হবে। সচিবালয়ের দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
২ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
৪ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
৭ মিনিট আগে