Ajker Patrika

অবৈধ সম্পদ অর্জন: সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ জুলাই ২০২৪, ১৭: ০১
অবৈধ সম্পদ অর্জন: সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ড. শামসুদ্দোহা খন্দকার ও তাঁর স্ত্রী ফেরদৌসী খন্দকারের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।

আজ মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক খোরশেদ আলম ঢাকার মহানগর দায়রা জজ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আদালতে দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা ও প্রসিকিউশন দপ্তরের সহকারী পরিদর্শক আক্কাস আলী।

২০১৯ সালের ২১ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে এ মামলাটি করে দুদক। মামলায় ড. শামসুদ্দোহার বিরুদ্ধে ৮ কোটি ৪৪ লাখ ১০ হাজার ২২১ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২ কোটি ৮৭ লাখ ৩ হাজার ৩৮৩ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। আর এই অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনে সহযোগিতা করেন তাঁর স্ত্রী ফেরদৌসী খন্দকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...