উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর তুরাগের কামাড়পাড়ায় বাসার গেটে এক গৃহবধূ ও তাঁর দুই বছরের মেয়েকে অ্যাসিড নিক্ষেপ করে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। কামাড়পাড়ার ওয়ালটন মোড়ে আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় অ্যাসিড দগ্ধ সাথী রানী (৩০) ও তার মেয়ে বিজয়িনীকে প্রথমে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়। তারা বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
পাবনার সদর উপজেলার ডেমরা গ্রামের জয় কুমারের স্ত্রী সাথী রানী ও মেয়ে বিজয়িনী। তাঁরা বর্তমানে তুরাগের কামাড়পাড়ার একটি ভাড়া বাসায় বাস করেন।
এ বিষয়ে জয় কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি অফিসে ছিলাম। আমার স্ত্রী ও মেয়ে বাসায় ছিল। মেয়ের চুল কাটানোর জন্য সেলুনে গিয়েছিল। চুল কাটানো শেষে বাসার গেটের সামনের রাস্তায় পৌঁছামাত্রই আমার স্ত্রীকে ও সন্তানকে দুর্বৃত্তরা অ্যাসিড নিক্ষেপ করে। পরে স্ত্রীর গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘পরে খবর পেয়ে অফিস থেকে গিয়ে স্ত্রী-সন্তানকে প্রথমে উত্তরার একটি হাসপাতালে ও তারপর শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করাই।’
জয় বলেন, ‘নিক্ষেপ করা অ্যাসিডে আমার মেয়ের মুখ, মাথাসহ সারা শরীর দগ্ধ এবং স্ত্রীর মাথা, চোখ, ঘাড়, পিঠ, বুকে দগ্ধ হয়েছে। এখন স্ত্রীর চোখ নিয়ে চিন্তিত রয়েছি।’
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বিকেলে অ্যাসিডে দগ্ধ মা ছেলে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে শিশুর শরীরের ২০ শতাংশ (গলা থেকে নিচ পর্যন্ত) ও মায়ের শরীরের ১৩ শতাংশ পুড়ে গেছে।
এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাত খান আজকের পত্রিকাকে বলেন, ‘মা-মেয়েকে অ্যাসিডে নিক্ষেপ করে চেইন ছিনতাইয়ের ঘটনা নিয়ে আমরা কাজ করছি। যে বা যারাই এ ঘটনা ঘটিয়েছে, তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।’

রাজধানীর তুরাগের কামাড়পাড়ায় বাসার গেটে এক গৃহবধূ ও তাঁর দুই বছরের মেয়েকে অ্যাসিড নিক্ষেপ করে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। কামাড়পাড়ার ওয়ালটন মোড়ে আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় অ্যাসিড দগ্ধ সাথী রানী (৩০) ও তার মেয়ে বিজয়িনীকে প্রথমে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়। তারা বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
পাবনার সদর উপজেলার ডেমরা গ্রামের জয় কুমারের স্ত্রী সাথী রানী ও মেয়ে বিজয়িনী। তাঁরা বর্তমানে তুরাগের কামাড়পাড়ার একটি ভাড়া বাসায় বাস করেন।
এ বিষয়ে জয় কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি অফিসে ছিলাম। আমার স্ত্রী ও মেয়ে বাসায় ছিল। মেয়ের চুল কাটানোর জন্য সেলুনে গিয়েছিল। চুল কাটানো শেষে বাসার গেটের সামনের রাস্তায় পৌঁছামাত্রই আমার স্ত্রীকে ও সন্তানকে দুর্বৃত্তরা অ্যাসিড নিক্ষেপ করে। পরে স্ত্রীর গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘পরে খবর পেয়ে অফিস থেকে গিয়ে স্ত্রী-সন্তানকে প্রথমে উত্তরার একটি হাসপাতালে ও তারপর শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করাই।’
জয় বলেন, ‘নিক্ষেপ করা অ্যাসিডে আমার মেয়ের মুখ, মাথাসহ সারা শরীর দগ্ধ এবং স্ত্রীর মাথা, চোখ, ঘাড়, পিঠ, বুকে দগ্ধ হয়েছে। এখন স্ত্রীর চোখ নিয়ে চিন্তিত রয়েছি।’
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বিকেলে অ্যাসিডে দগ্ধ মা ছেলে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে শিশুর শরীরের ২০ শতাংশ (গলা থেকে নিচ পর্যন্ত) ও মায়ের শরীরের ১৩ শতাংশ পুড়ে গেছে।
এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাত খান আজকের পত্রিকাকে বলেন, ‘মা-মেয়েকে অ্যাসিডে নিক্ষেপ করে চেইন ছিনতাইয়ের ঘটনা নিয়ে আমরা কাজ করছি। যে বা যারাই এ ঘটনা ঘটিয়েছে, তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।’

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’
২১ মিনিট আগে
ডিএনসিসি প্রশাসক বলেন, ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিরবচ্ছিন্ন সংযোগ ও প্রতিদিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। তবে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে যথাযথ বিলের বেশি বা লাভ নেওয়া যাবে না।
২৬ মিনিট আগে
বরিশালের হিজলা উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার
৩৭ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আদালতের আদেশে স্থগিত হওয়ার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবির। আগামী জাতীয় নির্বাচনের আগেই শাকসু নির্বাচনের দাবি জানিয়েছে তারা।
১ ঘণ্টা আগে