সমির মল্লিক, খাগড়াছড়ি

পার্বত্য অঞ্চলে করোনার হটস্পট হয়ে উঠেছে খাগড়াছড়ি। প্রতিদিনই এখানে বাড়ছে রোগীর সংখ্যা। এতে আধুনিক জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে কোনো শয্যা খালি নেই।
৫০ শয্যার করোনা ইউনিট এখন রোগীতে ঠাসা। এ জন্য হাসপাতালে ছাদে টিনশেডের আরও ৩০ শয্যার করোনা ইউনিট নির্মাণের উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন নূপুর কান্তি দাশ।
এদিকে গতকাল সোমবার জেলায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার দাঁড়ায় ৪০ দশমিক ৩২ শতাংশ। এর আগের দিন এ হার ছিল ৬১ শতাংশ।
খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনা সংক্রমণ শুরুর পর হাসপাতালে ৫০ শয্যার করোনা ইউনিট প্রস্তুত করা হয়। বর্তমানে ৫০ বেডের করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছেন ৫৩ জন। ভর্তি রোগীর মধ্যে ৩০ জন করোনায় আক্রান্ত। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৩ জন। রোগীর বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।
এদিকে বাড়তি রোগী সামাল দিতে হাসপাতালের ছাদে টিন দিয়ে ৩০ শয্যার করোনা ইউনিট নির্মাণের উদ্যোগ নিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। সোমবার হাসপাতাল পরিদর্শনকালে জেলা পরিষদের চেয়ারম্যান মংসুপ্রুই চৌধুরী অপু এ সিদ্ধান্ত জানান।
মংসুপ্রুই চৌধুরী বলেন, ‘খাগড়াছড়িতে আশঙ্কাজনকহারে করোনা রোগী বাড়ছে। রোগীর চাপ সামাল দিতে জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে হাসপাতালের ছাদের ওপর করোনা ইউনিট নির্মাণ করা হবে।’
ডা. নূপুর কান্তি দাশ বলেন, ‘করোনা ওয়ার্ডে কোনো শয্যা খালি নেই। প্রতিদিন রোগীর চাপ বাড়ছে। জরুরি ভিত্তিতে টিনশেড করোনা ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার সম্ভাবনা আছে। নতুন ইউনিটে রোগীর সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হবে।’

পার্বত্য অঞ্চলে করোনার হটস্পট হয়ে উঠেছে খাগড়াছড়ি। প্রতিদিনই এখানে বাড়ছে রোগীর সংখ্যা। এতে আধুনিক জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে কোনো শয্যা খালি নেই।
৫০ শয্যার করোনা ইউনিট এখন রোগীতে ঠাসা। এ জন্য হাসপাতালে ছাদে টিনশেডের আরও ৩০ শয্যার করোনা ইউনিট নির্মাণের উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন নূপুর কান্তি দাশ।
এদিকে গতকাল সোমবার জেলায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার দাঁড়ায় ৪০ দশমিক ৩২ শতাংশ। এর আগের দিন এ হার ছিল ৬১ শতাংশ।
খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনা সংক্রমণ শুরুর পর হাসপাতালে ৫০ শয্যার করোনা ইউনিট প্রস্তুত করা হয়। বর্তমানে ৫০ বেডের করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছেন ৫৩ জন। ভর্তি রোগীর মধ্যে ৩০ জন করোনায় আক্রান্ত। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৩ জন। রোগীর বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।
এদিকে বাড়তি রোগী সামাল দিতে হাসপাতালের ছাদে টিন দিয়ে ৩০ শয্যার করোনা ইউনিট নির্মাণের উদ্যোগ নিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। সোমবার হাসপাতাল পরিদর্শনকালে জেলা পরিষদের চেয়ারম্যান মংসুপ্রুই চৌধুরী অপু এ সিদ্ধান্ত জানান।
মংসুপ্রুই চৌধুরী বলেন, ‘খাগড়াছড়িতে আশঙ্কাজনকহারে করোনা রোগী বাড়ছে। রোগীর চাপ সামাল দিতে জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে হাসপাতালের ছাদের ওপর করোনা ইউনিট নির্মাণ করা হবে।’
ডা. নূপুর কান্তি দাশ বলেন, ‘করোনা ওয়ার্ডে কোনো শয্যা খালি নেই। প্রতিদিন রোগীর চাপ বাড়ছে। জরুরি ভিত্তিতে টিনশেড করোনা ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার সম্ভাবনা আছে। নতুন ইউনিটে রোগীর সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হবে।’

পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
১৫ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
১৯ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
২১ মিনিট আগে
সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে সরকার পর্যটক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। পর্যটক সীমিত করার পাশাপাশি দ্বীপে নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য বহন রোধ করাসহ ভ্রমণে ১২টি নির্দেশনা বা শর্ত আরোপ করে।
২৪ মিনিট আগে