পঞ্চগড় প্রতিনিধি

রাজনৈতিক মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হোসেন। এদিকে চাল বিতরণে দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে ইউনিয়নের ১১ ইউপি সদস্যের মধ্যে আটজন কারাগারে। অন্য তিনজন সংরক্ষিত নারী সদস্য জামিনে মুক্ত হলেও পরিষদের কার্যক্রমে অংশ নিচ্ছেন না। ফলে পরিষদের কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে এবং স্থানীয় জনগণ বিভিন্ন জরুরি সেবা নিতে চরম দুর্ভোগের মুখোমুখি হচ্ছে।
এই সংকট মোকাবিলায় জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রায়হান মুজিবকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি সীমিত পরিসরে পরিষদের জরুরি প্রশাসনিক ও নাগরিক সেবা কার্যক্রম পরিচালনা করছেন। তবে নির্বাচিত সদস্যদের অনুপস্থিতির কারণে জন্মনিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশান সার্টিফিকেট, ভাতা অনুমোদনসহ গুরুত্বপূর্ণ সেবা প্রায় বন্ধ হয়ে গেছে।
শালশিরি গ্রামের অলিউর রহমান বলেন, ‘ওয়ারিশান সার্টিফিকেট নিতে গিয়ে দেখি, কাউকে পাওয়া যাচ্ছে না। মেম্বার ও চেয়ারম্যান কারাগারে।’
পরিষদের উদ্যোক্তা কামাল হোসেন বলেন, ‘সচিব ও আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব কাজ চালিয়ে যেতে। কিন্তু ইউপি সদস্যদের স্বাক্ষর ছাড়া অনেক গুরুত্বপূর্ণ সেবা থেমে রয়েছে।’
গত ২৬ মে রাতে ঝলইশালশিরি ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের চাল দেওয়ার আগে জনপ্রতি ৫০০-৬০০ টাকা ঘুষ আদায়ের অভিযোগে স্থানীয় জনতা ১১ ইউপি সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ তাঁদের কাছ থেকে ১ লাখ ১৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করে এবং গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
ঝলইশালশিরি ইউনিয়নের প্রশাসক ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রায়হান মুজিবকে ইউনিয়ন পরিষদে না পেয়ে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, ‘পরিষদে জনপ্রতিনিধির অভাবে কিছু নাগরিকসেবা ব্যাহত হচ্ছে। এ জন্য একজন প্রশাসক নিযুক্ত করা হয়েছে, যাতে ইউনিয়নের জনগণ জরুরি সেবা থেকে বঞ্চিত না হয়। বিষয়টি পর্যবেক্ষণ করছি।’

রাজনৈতিক মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হোসেন। এদিকে চাল বিতরণে দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে ইউনিয়নের ১১ ইউপি সদস্যের মধ্যে আটজন কারাগারে। অন্য তিনজন সংরক্ষিত নারী সদস্য জামিনে মুক্ত হলেও পরিষদের কার্যক্রমে অংশ নিচ্ছেন না। ফলে পরিষদের কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে এবং স্থানীয় জনগণ বিভিন্ন জরুরি সেবা নিতে চরম দুর্ভোগের মুখোমুখি হচ্ছে।
এই সংকট মোকাবিলায় জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রায়হান মুজিবকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি সীমিত পরিসরে পরিষদের জরুরি প্রশাসনিক ও নাগরিক সেবা কার্যক্রম পরিচালনা করছেন। তবে নির্বাচিত সদস্যদের অনুপস্থিতির কারণে জন্মনিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশান সার্টিফিকেট, ভাতা অনুমোদনসহ গুরুত্বপূর্ণ সেবা প্রায় বন্ধ হয়ে গেছে।
শালশিরি গ্রামের অলিউর রহমান বলেন, ‘ওয়ারিশান সার্টিফিকেট নিতে গিয়ে দেখি, কাউকে পাওয়া যাচ্ছে না। মেম্বার ও চেয়ারম্যান কারাগারে।’
পরিষদের উদ্যোক্তা কামাল হোসেন বলেন, ‘সচিব ও আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব কাজ চালিয়ে যেতে। কিন্তু ইউপি সদস্যদের স্বাক্ষর ছাড়া অনেক গুরুত্বপূর্ণ সেবা থেমে রয়েছে।’
গত ২৬ মে রাতে ঝলইশালশিরি ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের চাল দেওয়ার আগে জনপ্রতি ৫০০-৬০০ টাকা ঘুষ আদায়ের অভিযোগে স্থানীয় জনতা ১১ ইউপি সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ তাঁদের কাছ থেকে ১ লাখ ১৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করে এবং গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
ঝলইশালশিরি ইউনিয়নের প্রশাসক ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রায়হান মুজিবকে ইউনিয়ন পরিষদে না পেয়ে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, ‘পরিষদে জনপ্রতিনিধির অভাবে কিছু নাগরিকসেবা ব্যাহত হচ্ছে। এ জন্য একজন প্রশাসক নিযুক্ত করা হয়েছে, যাতে ইউনিয়নের জনগণ জরুরি সেবা থেকে বঞ্চিত না হয়। বিষয়টি পর্যবেক্ষণ করছি।’

নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল রোববার রাতে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে...
২৩ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রোববার রাত আনুমানিক ১০টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন ও হল সংসদের যৌথ উদ্যোগে একটি অভিযান পরিচালনা করা হয়।
২৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আর্থিক সহযোগিতা চেয়ে ফেসবুকে ভিডিও প্রকাশ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া ওরফে ব্যারিস্টার ফুয়াদ। তিনি রোববার রাত ১০টার দিকে নিজের ফেসবুক আইডিতে এই ভিডিও বার্তা দেন।
৩৬ মিনিট আগে
খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে