কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভসংলগ্ন নৌঘাটে মাদককারবারিদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ৩০ হাজারটি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গতকাল রোববার রাতে শাহপরীর দ্বীপ কোস্ট গার্ডের একটি বিশেষ দল টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী নৌঘাটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা মো. ইলিয়াস (৩০), নুর মোহাম্মদ (৬১) ও আব্দুল শুক্কুর (৪০)। এর মধ্যে গুলিবিদ্ধ আব্দুল শুক্কুরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, সাগরপথে মাদকের একটি চালান উপকূলীয় এলাকা দিয়ে ঢুকবে। এ তথ্যের ভিত্তিতে অভিযানে নামেন কোস্ট গার্ডের সদস্যরা। একপর্যায়ে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে সন্দেহজনক হলে থামার সংকেত দিলে পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকার গতি বাড়িয়ে গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ডের সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান।
গোলাগুলিতে আব্দুল শক্কুর নামের একজন গুলিবিদ্ধ হন। পরবর্তী সময়ে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে নৌকাটি আটক করতে সক্ষম হন। এ সময় চার মাদককারবারি সাগরে লাফ দিয়ে পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। পরে গুলিবিদ্ধ ইয়াবা পাচারকারীকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
হারুন-অর-রশীদ আরও বলেন, নৌকাটি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, চারটি তাজা গোলা এবং ৩০ হাজারটি ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদককারবারিকে আটক করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভসংলগ্ন নৌঘাটে মাদককারবারিদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ৩০ হাজারটি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গতকাল রোববার রাতে শাহপরীর দ্বীপ কোস্ট গার্ডের একটি বিশেষ দল টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী নৌঘাটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা মো. ইলিয়াস (৩০), নুর মোহাম্মদ (৬১) ও আব্দুল শুক্কুর (৪০)। এর মধ্যে গুলিবিদ্ধ আব্দুল শুক্কুরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, সাগরপথে মাদকের একটি চালান উপকূলীয় এলাকা দিয়ে ঢুকবে। এ তথ্যের ভিত্তিতে অভিযানে নামেন কোস্ট গার্ডের সদস্যরা। একপর্যায়ে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে সন্দেহজনক হলে থামার সংকেত দিলে পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকার গতি বাড়িয়ে গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ডের সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান।
গোলাগুলিতে আব্দুল শক্কুর নামের একজন গুলিবিদ্ধ হন। পরবর্তী সময়ে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে নৌকাটি আটক করতে সক্ষম হন। এ সময় চার মাদককারবারি সাগরে লাফ দিয়ে পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। পরে গুলিবিদ্ধ ইয়াবা পাচারকারীকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
হারুন-অর-রশীদ আরও বলেন, নৌকাটি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, চারটি তাজা গোলা এবং ৩০ হাজারটি ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদককারবারিকে আটক করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
১৯ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
২০ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
২২ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে