Ajker Patrika

এইচ বি রিতার একগুচ্ছ কবিতা

এইচ বি রিতা
এইচ বি রিতার একগুচ্ছ কবিতা

অনুস্মারক

দৃঢ়ভাবে আঁকড়ে ধরে আছি বিভক্ত ছিদ্র 
সাথে একটি বেদনাদায়ক অনুস্মারক। 

জানালার পাশে দাঁড়াতেই দেখি 
মধ্যরাতের কাস্তের বাঁকা চাঁদ ইশারায় ডেকে যায়
টিপটিপ পায়ে এগিয়ে যাই দরজার কাছে
উন্মুক্ত হতে শত ভয় যার, সেই আমাকেই আঁধার
আলিঙ্গন করে অকপটে।

রাতের সাথে আঁধারের মিথস্ক্রিয়ায়-দীপ্তিময় ভোর 
উদ্ভাসিত হয় নব প্রত্যয়ে 
লুকুচুরি খেলায় হেরে গেলে শতক পথিক
বিজড়িত রেখাগুলি চলার পথে মোজাইক তৈরি করে। 

অথচ, আমি ভেঙে পড়লেও ভেঙে পড়ি না 
কেননা, আমিই সেই বেঁচে থাকার অনুস্মারক।

ছোপগুলোতে যত মায়া

ক্যাটারাকে দেখছো মহাবিশ্ব
নেচে যাও অবলীলায় অলেন্ডার -করবী 
কখনো তুমিই সেই ডেডলি নাইটশেড, যাকে দেখে
দৌড়ে দৌড়ে কুকুরগুলোও পথ ভুলে যায়। 

তুমিই সেই, হাপিত্যেশে ছেড়ে যে শূন্যমাঠ দেখে ভাব, 
ভীতুর দল সব লেজ গুটিয়েছে আজ
তারপর উলঙ্গ পথিকের মতো দাঁত কেলিয়ে হাসো।

হাসতে হাসতে তুমি মদ্যপ হও
মদ্যপ হতে হতে উলঙ্গ হও, তারপর আবারও হাসো-
ঠিক মাংসাশী হায়েনার মতো। 

তুমি নিজেও জানো না,
ভয় নয়, তোমার নগ্নদেহের ঝলসানো ছোপগুলোতে-
আজ আমার ভীষণ করুণা হয়।

স্বাগত তোমাকে

আজ না হয় পথে হাঁটি একা-আলোহীন কালোয় 
দেখে নেই মনের কৈতবের প্রকারভেদ। 
যদি বলো, হিংস্র ক্ষুদ্রচেতা নারী তুমি স্খলিত হও, 
তবে স্বাগত জানাব তোমার তীব্রকণ্ঠের-
নিনাদিত স্বর। 

তুমি হয়তো জানো না, 
নভস্থিত মানুষের হারাবার কিছুই বাকি থাকে না।
তুমি এ-ও জানো না, 
অধ্বগ রেখে গেলে পদচিহ্ন বালুকাবেলায়;
হারানো পথে আবারও হয় নব জন্মের উৎসব।

আজ না হয় তবে পথে হাঁটি একা-
আলুথালু আলোক-ঋণে
যদি আশ্বাসবচন দাও, তখনো স্বাগত তোমাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত