আজকের পত্রিকা ডেস্ক

আগামী বছর শুরুতে হচ্ছে না ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’। আয়োজনের জন্য যে ভেন্যু বরাদ্দ দেওয়া হয়েছিল, তা বাতিল হয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। পাঁচ বছর পরে বাংলাদেশের অন্যতম এই লোক উৎসবের ফেরার সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ফোক ফেস্ট আয়োজক প্রতিষ্ঠান সান কমিউনিকেশনস এটি নিশ্চিত করেছে।
তারা জানিয়েছে, উৎসবের জন্য রাজধানীর আর্মি স্টেডিয়াম বরাদ্দ দেওয়া হয়েছিল। স্টেডিয়াম কর্তৃপক্ষ অনিবার্য কারণ দেখিয়ে সেই বরাদ্দ বাতিল করেছে।
প্রতিষ্ঠানটির অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ডিরেক্টর আসিফুজ্জামান খান আজকের পত্রিকাকে বলেন, ‘ফোক ফেস্টের জন্য যে ভেন্যু বরাদ্দ দেওয়া হয়েছিল অনিবার্য কারণ দেখিয়ে সেটি বাতিল করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত সকল বরাদ্দ বাতিল করা হয়েছে।’
এর আগে সান কমিউনিকেশন লিমিটেড থেকে জানানো হয়েছিল, আগামী বছর জানুয়ারিতে আর্মি স্টেডিয়ামে ফোক ফেস্টের আসর বসবে। এ জন্য যাবতীয় প্রস্তুতিও নিচ্ছে প্রতিষ্ঠানটি।
বরাদ্দ বাতিল হওয়ায় উৎসবটি পরে করার কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নে আসিফুজ্জামান খান বলেন, তারা উৎসবটি করতে চান। তবে ফেব্রুয়ারির পরে রোজা ও ঈদ আছে। তারপরে হয়তো আয়োজনের চিন্তা করা যেতে পারে। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
পঞ্চমবারের মতো ২০১৯ সাল পর্যন্ত টানা রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ অনুষ্ঠিত হয়ে আসছে। কোভিড মহামারি শুরু হওয়ার পর থেকে বন্ধ রয়েছে এই আয়োজন। সান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ উৎসবে দেশ-বিদেশের লোক সংগীতের এক অনবদ্য মিলনমেলা তৈরি হয়। ২০১৫ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট।

আগামী বছর শুরুতে হচ্ছে না ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’। আয়োজনের জন্য যে ভেন্যু বরাদ্দ দেওয়া হয়েছিল, তা বাতিল হয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। পাঁচ বছর পরে বাংলাদেশের অন্যতম এই লোক উৎসবের ফেরার সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ফোক ফেস্ট আয়োজক প্রতিষ্ঠান সান কমিউনিকেশনস এটি নিশ্চিত করেছে।
তারা জানিয়েছে, উৎসবের জন্য রাজধানীর আর্মি স্টেডিয়াম বরাদ্দ দেওয়া হয়েছিল। স্টেডিয়াম কর্তৃপক্ষ অনিবার্য কারণ দেখিয়ে সেই বরাদ্দ বাতিল করেছে।
প্রতিষ্ঠানটির অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ডিরেক্টর আসিফুজ্জামান খান আজকের পত্রিকাকে বলেন, ‘ফোক ফেস্টের জন্য যে ভেন্যু বরাদ্দ দেওয়া হয়েছিল অনিবার্য কারণ দেখিয়ে সেটি বাতিল করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত সকল বরাদ্দ বাতিল করা হয়েছে।’
এর আগে সান কমিউনিকেশন লিমিটেড থেকে জানানো হয়েছিল, আগামী বছর জানুয়ারিতে আর্মি স্টেডিয়ামে ফোক ফেস্টের আসর বসবে। এ জন্য যাবতীয় প্রস্তুতিও নিচ্ছে প্রতিষ্ঠানটি।
বরাদ্দ বাতিল হওয়ায় উৎসবটি পরে করার কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নে আসিফুজ্জামান খান বলেন, তারা উৎসবটি করতে চান। তবে ফেব্রুয়ারির পরে রোজা ও ঈদ আছে। তারপরে হয়তো আয়োজনের চিন্তা করা যেতে পারে। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
পঞ্চমবারের মতো ২০১৯ সাল পর্যন্ত টানা রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ অনুষ্ঠিত হয়ে আসছে। কোভিড মহামারি শুরু হওয়ার পর থেকে বন্ধ রয়েছে এই আয়োজন। সান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ উৎসবে দেশ-বিদেশের লোক সংগীতের এক অনবদ্য মিলনমেলা তৈরি হয়। ২০১৫ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট।

আলসেমি শরীরে এদিক-ওদিক চেয়ে আটকে গেল চোখ পশ্চিমান্তে। রক্তিম সূর্যের বিদায় ধীর গতিতে। খুব লাল হয়েছে, সারা দিনের জ্বলন্ত প্রহরে পেয়েছে এক অপূর্ব রূপ।
২৩ নভেম্বর ২০২৫
হুমায়ূন আহমেদ তখন ক্যানসার আক্রান্ত। যুক্তরাষ্ট্রে কেমোথেরাপি নিচ্ছেন। হঠাৎ চিকিৎসকের কাছ থেকে ছুটি নিয়ে চলে এলেন নুহাশপল্লীতে। নাটক বানাবেন। অভিনেতা ফারুক আহমেদকে ডাকলেন। নুহাশপল্লীতে নাটকের শুটিংয়ের ফাঁকে গল্প করছিলেন হুমায়ূন ও ফারুক। হুমায়ূন আহমেদ বললেন, ‘কী আশ্চর্য, তাই না ফারুক!’
১৩ নভেম্বর ২০২৫
প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’ চলচ্চিত্র মঞ্চস্থ করেছে স্কলাস্টিকার শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার স্কলাস্টিকা উত্তরা সিনিয়র শাখার নাটক, সংগীত ও নৃত্যকলা ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী বার্ষিক নাট্যানুষ্ঠানে এটি মঞ্চস্থ করা হয়।
০৮ নভেম্বর ২০২৫
জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলায় উপস্থাপিত আরবি সাহিত্য নিয়ে সাম্প্রতিক এক গবেষণা ইতিহাসের বহুল প্রচলিত ধারণাকে প্রশ্নের মুখে ফেলেছে। এত দিন মনে করা হতো, আব্বাসীয় আমলের (৭৫০-১২৫৮ খ্রিষ্টাব্দ) পর আরবি সাহিত্য প্রায় ৮০০ বছর বছর স্থবির হয়ে ছিল।
২০ অক্টোবর ২০২৫