সম্পাদকীয়
ইতিহাসবিদ স্যার যদুনাথ সরকার ১৮৭০ সালের ১০ ডিসেম্বর বর্তমান নাটোরের সিংড়া উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের কড়চমারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। গ্রামের স্কুলে তাঁর আনুষ্ঠানিক শিক্ষা শুরুর পর রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে কলকাতার হেয়ার স্কুল ও সিটি কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেন। পরে আবার ফিরে এসে রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় প্রথম বিভাগে ষষ্ঠ স্থান অর্জন করেন। এরপর রাজশাহী কলেজ থেকে প্রথম বিভাগে দশম স্থান অধিকার করে উচ্চমাধ্যমিক পাস করেন। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে একই সঙ্গে ইতিহাস ও ইংরেজি নিয়ে স্নাতক এবং প্রথম শ্রেণিতে প্রথম হয়ে ইংরেজিতে এমএ পাস করেন। ইংল্যান্ডে উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রত্যাখ্যান করে ‘প্রেমচাঁদ-রায়চাঁদ’ বৃত্তির পরীক্ষায় পাস করেন।
রিপন কলেজে অধ্যাপনা দিয়ে স্যার যদুনাথের কর্মজীবন শুরু হয়। তারপর মেট্রোপলিটন ইনস্টিটিউশনে ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন। দুবার প্রেসিডেন্সি ও পাটনা কলেজে অধ্যাপনা করেন। বেনারস হিন্দু ইউনিভার্সিটি, কটকের র্যাভেনশ কলেজে পড়িয়েছেন ইংরেজি, ইতিহাস ও বাংলা।
তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য ছিলেন। দ্বিতীয়বার একই পদে প্রস্তাব পেলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। তিনি ইংরেজি, সংস্কৃত ভাষা ছাড়াও উর্দু, ফারসি, মারাঠিসহ আরও কয়েকটি ভাষা জানতেন। ঐতিহাসিক গবেষক হওয়ার পাশাপাশি তিনি একজন বিশিষ্ট সাহিত্য সমালোচক ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার পাওয়ার আগেই তিনি রবীন্দ্রনাথের ১৭টি প্রবন্ধ এবং একাধিক কবিতার ইংরেজি অনুবাদ করেন। তিনি প্রথম ফ্রান্সের প্যারিসে অবস্থিত জাতীয় গ্রন্থাগারে মীর্জা নাথান রচিত ‘বাহরিস্তান-ই-গায়বী’র পাণ্ডুলিপি খুঁজে পান। ব্রিটিশ সরকার তাঁকে ‘নাইটহুড’ (স্যার) খেতাবে সম্মানিত করে। কয়েকটি বিশ্ববিদ্যালয় তাঁকে ডিলিট উপাধি প্রদান করে।
বাংলা ভাষায় তাঁর গ্রন্থ সংখ্যা মাত্র ৪ এবং প্রবন্ধ-বক্তৃতা ১৫৮টি। ইংরেজি ভাষায় বই লিখেছিলেন ১৭টি, যার বেশ কয়েকটির একাধিক খণ্ড। এর বাইরে ইংরেজিতে তাঁর ২৬০টি প্রবন্ধ, ১১০টি নিবন্ধ ও অভিভাষণ প্রকাশিত হয়েছে।
যদুনাথ সরকার ১৯৫৮ সালের ১৯ মে মৃত্যুবরণ করেন।
ইতিহাসবিদ স্যার যদুনাথ সরকার ১৮৭০ সালের ১০ ডিসেম্বর বর্তমান নাটোরের সিংড়া উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের কড়চমারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। গ্রামের স্কুলে তাঁর আনুষ্ঠানিক শিক্ষা শুরুর পর রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে কলকাতার হেয়ার স্কুল ও সিটি কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেন। পরে আবার ফিরে এসে রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় প্রথম বিভাগে ষষ্ঠ স্থান অর্জন করেন। এরপর রাজশাহী কলেজ থেকে প্রথম বিভাগে দশম স্থান অধিকার করে উচ্চমাধ্যমিক পাস করেন। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে একই সঙ্গে ইতিহাস ও ইংরেজি নিয়ে স্নাতক এবং প্রথম শ্রেণিতে প্রথম হয়ে ইংরেজিতে এমএ পাস করেন। ইংল্যান্ডে উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রত্যাখ্যান করে ‘প্রেমচাঁদ-রায়চাঁদ’ বৃত্তির পরীক্ষায় পাস করেন।
রিপন কলেজে অধ্যাপনা দিয়ে স্যার যদুনাথের কর্মজীবন শুরু হয়। তারপর মেট্রোপলিটন ইনস্টিটিউশনে ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন। দুবার প্রেসিডেন্সি ও পাটনা কলেজে অধ্যাপনা করেন। বেনারস হিন্দু ইউনিভার্সিটি, কটকের র্যাভেনশ কলেজে পড়িয়েছেন ইংরেজি, ইতিহাস ও বাংলা।
তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য ছিলেন। দ্বিতীয়বার একই পদে প্রস্তাব পেলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। তিনি ইংরেজি, সংস্কৃত ভাষা ছাড়াও উর্দু, ফারসি, মারাঠিসহ আরও কয়েকটি ভাষা জানতেন। ঐতিহাসিক গবেষক হওয়ার পাশাপাশি তিনি একজন বিশিষ্ট সাহিত্য সমালোচক ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার পাওয়ার আগেই তিনি রবীন্দ্রনাথের ১৭টি প্রবন্ধ এবং একাধিক কবিতার ইংরেজি অনুবাদ করেন। তিনি প্রথম ফ্রান্সের প্যারিসে অবস্থিত জাতীয় গ্রন্থাগারে মীর্জা নাথান রচিত ‘বাহরিস্তান-ই-গায়বী’র পাণ্ডুলিপি খুঁজে পান। ব্রিটিশ সরকার তাঁকে ‘নাইটহুড’ (স্যার) খেতাবে সম্মানিত করে। কয়েকটি বিশ্ববিদ্যালয় তাঁকে ডিলিট উপাধি প্রদান করে।
বাংলা ভাষায় তাঁর গ্রন্থ সংখ্যা মাত্র ৪ এবং প্রবন্ধ-বক্তৃতা ১৫৮টি। ইংরেজি ভাষায় বই লিখেছিলেন ১৭টি, যার বেশ কয়েকটির একাধিক খণ্ড। এর বাইরে ইংরেজিতে তাঁর ২৬০টি প্রবন্ধ, ১১০টি নিবন্ধ ও অভিভাষণ প্রকাশিত হয়েছে।
যদুনাথ সরকার ১৯৫৮ সালের ১৯ মে মৃত্যুবরণ করেন।
ভ্যান গঘ হচ্ছেন সেই শিল্পী, যিনি জীবদ্দশায় তাঁর কীর্তির জন্য বাহবা পাননি। তাঁর আঁকা ছবি পেয়েছে শুধু তাচ্ছিল্য। ভ্যান গঘ বড় শিল্পী হিসেবে স্বীকৃত হন মরণের পর। একটা অসুখ ছিল তাঁর। মানসিক অসুখ। সেই অসুখ তাঁকে স্বস্তি দেয়নি।
২ দিন আগেএমএ পড়ার সময় আমি কবিতা লিখেছি, প্রবন্ধ লিখেছি; কিন্তু কোনো গোষ্ঠীতে যোগ দিইনি। আমি দেখেছি কবি হওয়ার জন্যেও সাহিত্যিক রাজনীতি লাগে, বিভিন্ন সংঘে যোগ দিতে হয়, গুরু ধরতে হয়, অনেকের কাছে খুব বিনীত থাকতে হয়, লেখাপড়া ছেড়ে দিয়ে গাঁজাটাজা খেতে হয়, বেশ্যাবাড়ি যেতে হয়—আমি এসব করিনি।
৩ দিন আগেআনুমানিক ১৬৬৩ থেকে ১৬৬৪ সালের দিকে হাকিম হাবিবুর রহমান লেনে বড় কাটরার আদলে কিন্তু আকৃতিতে ছোট ইমারতের নির্মাণকাজ শুরু হয় এবং শেষ হয় ১৬৭১ সালে। ইমারতটি পরিচিত ছোট কাটরা নামে। শায়েস্তা খাঁর আমলে এটি নির্মিত হয়েছিল সরাইখানা বা প্রশাসনিক কাজে ব্যবহারের জন্য।
৪ দিন আগেটেরাকোটা শিল্পের অনন্য নিদর্শন দিনাজপুরের মধ্যযুগীয় কান্তজিউ মন্দির। নানা পৌরাণিক কাহিনি পোড়ামাটির অলংকরণে মন্দিরের দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ ও তাঁর স্ত্রী রুক্মিণীকে উৎসর্গ করে নির্মাণ শুরু করেন ১৭০৪ খ্রিষ্টাব্দে।
৬ দিন আগে