Ajker Patrika

সঞ্জীব চৌধুরী

সম্পাদকীয়
সঞ্জীব চৌধুরী। ছবি: সংগৃহীত
সঞ্জীব চৌধুরী। ছবি: সংগৃহীত

মাত্র ৪৩ বছর বেঁচে ছিলেন সঞ্জীব চৌধুরী। এই স্বল্প জীবনে বাংলা গানে নতুন ধারা সৃষ্টি করেছিলেন। নিজের লেখা কবিতা থেকে সুর দিয়ে নিজেই গান গেয়েছেন। শুধু গান গাওয়া নয়, সরাসরি যুক্ত ছিলেন এরশাদবিরোধী আন্দোলনেও।

সঞ্জীব চৌধুরীর জন্ম ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জের বানিয়াচংয়ের মাকালকান্দি গ্রামে। দাদা ছিলেন জমিদার। তিনি হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে পুরান ঢাকার নবকুমার ইনস্টিটিউট থেকে মাধ্যমিক পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে মেধাতালিকায় ১২তম স্থান অর্জন করেন। উচ্চমাধ্যমিকে ঢাকা কলেজ থেকে আবারও মেধাতালিকায় স্থান পান। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে। পরে বিষয় পরিবর্তন করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন। তাঁর কর্মজীবনের শুরু হয় সাংবাদিকতা পেশার মাধ্যমে। কাজ করেছেন আজকের কাগজ, ভোরের কাগজ ও যায়যায়দিনসহ বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায়। ফিচার সাংবাদিকতায় নতুন ধারা সৃষ্টি করেছিলেন তিনি। তাঁর হাত ধরেই পত্রিকায় ফিচার বিভাগ শুরু হয়।

স্কুলে পড়াকালীন তিনি ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত হন। ছিলেন ঢাকা কলেজে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সম্পাদক।

কবিতা ছাড়াও বেশ কিছু ছোটগল্প লিখেছিলেন তিনি। তাঁর লেখা গল্পগ্রন্থ ‘রাশপ্রিন্ট’ আশির দশকে বাংলা একাডেমি কর্তৃক সেরা গল্পগ্রন্থ হিসেবে নির্বাচিত হয়। লিখেছেন নাটকের স্ক্রিপ্টও। নীল ক্লিনিক, রাশপ্রিন্ট, কোলাজ নামের তিনটি কবিতা, ছোটগল্প, নাটকের পাণ্ডুলিপিকে একত্র করে ১৯৯০ সালে ‘রাশপ্রিন্ট’ নামে সঞ্জীব চৌধুরীর একমাত্র গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’-এর প্রতিষ্ঠাতা তিনি। সংগীতে তাঁর কোনো গুরু ছিলেন না।

১৯৯৭ সালে দলছুটের প্রথম অ্যালবাম ‘আহ’ প্রকাশিত হওয়ার পরেই চারদিকে হইচই পড়ে যায়। ‘আমি তোমাকেই বলে দেব’, ‘বায়োস্কোপ’, ‘আকাশচুরি’, ‘হৃদয়পুর’সহ আরও অনেক জনপ্রিয় গান গেয়েছেন তিনি।

২০০৭ সালের ১৯ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১০

এলাকার খবর
Loading...