সম্পাদকীয়
লালমনিরহাটের পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস মৌজায় মজদের আড়া নামে একটি পতিত জঙ্গল ছিল। স্থানীয় ভাষায় ‘আড়া’ মানে জঙ্গলময় স্থান। ১৯৮৫ সালে স্থানীয়রা আড়াটি পরিষ্কার করে চাষাবাদের উদ্যোগ নেয়। ওই সময় মাটি খুঁড়ে সমতল করতে গিয়ে বেরিয়ে আসে ফুলেল নকশার প্রচুর প্রাচীন ইট। স্থানীয়রা ভেবেছিল হয়তো কোনো জমিদারবাড়ির ধ্বংসাবশেষ। কিন্তু ১৯৮৬ সালের ১০ মহররমের দিন আইয়ুব আলী নামের স্থানীয় এক ব্যক্তি একটি শিলালিপি খুঁজে পান, যেটিতে লেখা—‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ, হিজরি সন ৬৯’।
পরে সেই আড়ায় সতর্কতার সঙ্গে মাটি সরিয়ে পাওয়া যায় তলিয়ে যাওয়া এক মসজিদের ধ্বংসাবশেষ। লোকে নাম দেয় ‘হারানো মসজিদ’। পরে ওই ধ্বংসাবশেষ অক্ষত রেখে এর ওপর নতুন মসজিদ নির্মিত হয়। সেখানে হারানো মসজিদের উদ্ধারকৃত অনেক ইট সংরক্ষিত আছে। ধারণা করা হয়, এটি বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরোনো মসজিদ এবং নির্মাণ করেছেন সাহাবি আবু ওয়াক্কাস (রা.)।
ছবি: সংগৃহীত
লালমনিরহাটের পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস মৌজায় মজদের আড়া নামে একটি পতিত জঙ্গল ছিল। স্থানীয় ভাষায় ‘আড়া’ মানে জঙ্গলময় স্থান। ১৯৮৫ সালে স্থানীয়রা আড়াটি পরিষ্কার করে চাষাবাদের উদ্যোগ নেয়। ওই সময় মাটি খুঁড়ে সমতল করতে গিয়ে বেরিয়ে আসে ফুলেল নকশার প্রচুর প্রাচীন ইট। স্থানীয়রা ভেবেছিল হয়তো কোনো জমিদারবাড়ির ধ্বংসাবশেষ। কিন্তু ১৯৮৬ সালের ১০ মহররমের দিন আইয়ুব আলী নামের স্থানীয় এক ব্যক্তি একটি শিলালিপি খুঁজে পান, যেটিতে লেখা—‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ, হিজরি সন ৬৯’।
পরে সেই আড়ায় সতর্কতার সঙ্গে মাটি সরিয়ে পাওয়া যায় তলিয়ে যাওয়া এক মসজিদের ধ্বংসাবশেষ। লোকে নাম দেয় ‘হারানো মসজিদ’। পরে ওই ধ্বংসাবশেষ অক্ষত রেখে এর ওপর নতুন মসজিদ নির্মিত হয়। সেখানে হারানো মসজিদের উদ্ধারকৃত অনেক ইট সংরক্ষিত আছে। ধারণা করা হয়, এটি বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরোনো মসজিদ এবং নির্মাণ করেছেন সাহাবি আবু ওয়াক্কাস (রা.)।
ছবি: সংগৃহীত
দুর্ঘটনা ও জ্যাম এড়াতে শহরের রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক বাতি স্থাপন করা হয়। লাল বাতি জ্বলার সময় গাড়িগুলো থামে। হলুদ বাতি দেখলে অপেক্ষা করে। আর সবুজ বাতি জ্বললেই গাড়ি অবাধে এগিয়ে চলে। এই সিগন্যাল সারা বিশ্বেই স্বীকৃত।
৫ দিন আগেপঞ্চদশ শতকে মধ্যপ্রাচ্য থেকে ইসলাম ধর্ম প্রচারের জন্য বাংলাদেশে এসেছিলেন সুফিসাধক হজরত বদরউদ্দিন শাহ্ মাদার। তিনি ফরিদপুর থেকে দক্ষিণ-পূর্ব দিকে বরিশাল যাওয়ার পথে জল-জঙ্গলপূর্ণ একটি স্থানে এসে উপস্থিত হন। এরপর পদ্মার শাখা আড়িয়াল খাঁ নদের দক্ষিণ তীরে নিজের আস্তানা গড়ে তোলেন।
১৫ দিন আগে...সাধারণ মানুষের অসীম দুঃখ-দুর্দশা আর বুর্জোয়া শাসকশ্রেণির অন্তর্গত কুৎসিত ক্ষমতালিপ্সা ও প্রতিদ্বন্দ্বী রাজনীতি উচ্ছেদ করার নির্মম কর্মকাণ্ড দেখার পর, যেকোনো পরিণত কিশোর কোনো না কোনো প্রগতিশীল বামপন্থী রাজনৈতিক ভাবাদর্শের প্রতি আকৃষ্ট হবে—সমসাময়িক কালে সেটাই নিতান্ত স্বাভাবিক ছিল।
২০ দিন আগে২০০১ সালের ১১ ফেব্রুয়ারি মাত্র কয়েক ঘণ্টায় অ্যানা কুর্নিকোভা ভাইরাসটি তৈরি করেন নেদারল্যান্ডসের এক তরুণ, জান ডে উইট। ভাইরাসটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার কিছু দিন পর তিনি বুঝতে পারেন—তাঁর তৈরি এই ভাইরাস অনেক মানুষকে বিপদে ফেলেছে এবং বড় ধরনের সমস্যা তৈরি করেছে। তখন তিনি বিষয়টি বাবা-মাকে জানান এবং নিজেই
২৩ দিন আগে