
সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী কালীমন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া উপহারের স্বর্ণের মুকুটটি চুরি হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বাংলাদেশে ভারতের হাইকমিশন এ ঘটনার তদন্ত ও মুকুট পুনরুদ্ধার করে অপরাধীদের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকারের প্রতি।
আজ শুক্রবার বেলা ১১টা ২৮ মিনিটের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে এই উদ্বেগ প্রকাশ করে ভারতীয় হাইকমিশন। তাদের ভেরিফায়েড অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট ‘ইন্ডিয়া ইন বাংলাদেশ’ থেকে বলা হয়, ‘২০২১ সালে বাংলাদেশ সফরের সময় যশোরেশ্বরী কালীমন্দিরে (সাতক্ষীরা) (ভারতের) প্রধানমন্ত্রী মোদির উপহার দেওয়া মুকুট চুরির প্রতিবেদন দেখেছি।’
ভারতীয় হাইকমিশন এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এক্স পোস্টে আরও বলেছে, ‘আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং চুরির তদন্ত, মুকুট পুনরুদ্ধার এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি।’ টুইটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জ্যাসওয়ালকে মেনশন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার চুরির ঘটনা ঘটার পর খবর পেয়ে কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মির্জা আমিনুর রহমানসহ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দও ঘটনাস্থলে আসেন।
মন্দিরে থাকা সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজে মুকুট চুরির দৃশ্য ধরা পড়েছে। জিনসের প্যান্ট ও হাফহাতা সাদা টি-শার্ট পরিহিত এক যুবক মন্দিরে প্রবেশ করেন। মুহূর্তের মধ্যে কালক্ষেপণ না করে কালী প্রতিমার পেছন থেকে মুকুট খুলে টি-শার্টের মধ্যে ঢুকিয়ে বের হয়ে যেতে দেখা যায়।
এর আগে, ২০২১ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যশোরেশ্বরী মন্দিরে পূজা দিতে আসেন। এ সময় তিনি উপহার হিসেবে নিজ হাতে মূল্যবান ওই সোনার মুকুট কালী প্রতিমার মাথায় পরিয়ে দেন।

সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী কালীমন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া উপহারের স্বর্ণের মুকুটটি চুরি হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বাংলাদেশে ভারতের হাইকমিশন এ ঘটনার তদন্ত ও মুকুট পুনরুদ্ধার করে অপরাধীদের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকারের প্রতি।
আজ শুক্রবার বেলা ১১টা ২৮ মিনিটের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে এই উদ্বেগ প্রকাশ করে ভারতীয় হাইকমিশন। তাদের ভেরিফায়েড অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট ‘ইন্ডিয়া ইন বাংলাদেশ’ থেকে বলা হয়, ‘২০২১ সালে বাংলাদেশ সফরের সময় যশোরেশ্বরী কালীমন্দিরে (সাতক্ষীরা) (ভারতের) প্রধানমন্ত্রী মোদির উপহার দেওয়া মুকুট চুরির প্রতিবেদন দেখেছি।’
ভারতীয় হাইকমিশন এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এক্স পোস্টে আরও বলেছে, ‘আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং চুরির তদন্ত, মুকুট পুনরুদ্ধার এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি।’ টুইটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জ্যাসওয়ালকে মেনশন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার চুরির ঘটনা ঘটার পর খবর পেয়ে কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মির্জা আমিনুর রহমানসহ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দও ঘটনাস্থলে আসেন।
মন্দিরে থাকা সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজে মুকুট চুরির দৃশ্য ধরা পড়েছে। জিনসের প্যান্ট ও হাফহাতা সাদা টি-শার্ট পরিহিত এক যুবক মন্দিরে প্রবেশ করেন। মুহূর্তের মধ্যে কালক্ষেপণ না করে কালী প্রতিমার পেছন থেকে মুকুট খুলে টি-শার্টের মধ্যে ঢুকিয়ে বের হয়ে যেতে দেখা যায়।
এর আগে, ২০২১ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যশোরেশ্বরী মন্দিরে পূজা দিতে আসেন। এ সময় তিনি উপহার হিসেবে নিজ হাতে মূল্যবান ওই সোনার মুকুট কালী প্রতিমার মাথায় পরিয়ে দেন।

নিরাপত্তার বিবেচনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অধিকাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কর্মপরিকল্পনা তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে গত জুলাইয়ে কর্মপরিকল্পনা ঘোষণা করেছিল কমিশন। আগের ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী অনেক কাজ যথাসময়ে শেষ করতে পারেনি ইসি। এর মধ্যে রাজনৈতিক দল নিবন্ধন ও সংসদীয় আসনের সীমানা বিন্যাস ছিল অন্যতম।
৪ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সে সঙ্গে তাঁরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদের প্রশ্নে গণভোট। সেখানে দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন...
৬ ঘণ্টা আগে