রোববার, ০৬ অক্টোবর ২০২৪

সেকশন

 

বিটিভি ও বেতারে আর গাইবেন না আসিফ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৯

আসিফ আকবর। ছবি: সংগৃহীত রাজনৈতিক মতাদর্শের কারণে বিগত সরকারের আমলে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে গান গাওয়ার সুযোগ পাননি কণ্ঠশিল্পী আসিফ আকবর। এমনকি তাঁর গাওয়া কোনো গানও বাজানো হতো না এ দুই প্রচারমাধ্যমে। সম্প্রতি রাষ্ট্রীয় গণমাধ্যম দুটি থেকে যোগাযোগ করা হয়েছিল আসিফের সঙ্গে। দেওয়া হয়েছিল গান গাওয়ার প্রস্তাব। তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আসিফ। তিনি জানিয়েছেন, স্টেজে গান করবেন তিনি। রেডিও ও টিভিতে আর গাইবেন না। বরং নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে চান আসিফ।

ফেসবুকে আসিফ আকবর লেখেন, ‘বাংলাদেশ বেতারের একজন কর্মী আমাকে দাওয়াত দিয়েছেন তাদের একটি অনুষ্ঠানে যোগ দিতে। মেয়েটির বিনয়ী প্রস্তাব ফিরিয়ে দিতেই হলো। আরও কিছু শুভাকাঙ্ক্ষী বেতারে আছেন যারা বিগত ষোলো বছর আমার গান চালাতে চাইতো, পারতো না, এখন পারছে। বাংলাদেশ টেলিভিশন থেকেও ফোন পেয়েছি। প্রোগ্রাম প্রোডিউসার বলেছে আপনাকে নিয়ে নতুনভাবে শুরু করতে চাই। তাকেও বিনয়ের সঙ্গে না করে দিয়েছি।’

শুধু সরকারি দুই মাধ্যম নয়, আসিফ আকবর স্পষ্ট কণ্ঠে জানালেন আরও একটি বড় সিদ্ধান্ত। শুধু বিটিভি নয়, অন্য কোনো টেলিভিশন চ্যানেলেও গান না গাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আসিফ লেখেন, ‘চব্বিশ বছরের ক্যারিয়ারে (ওয়ান-ইলেভেনসহ ) জীবন থেকে চলে গেছে আঠারো বছর। যৌবন পেরিয়ে এখন আমি মধ্যবয়সী। ফাঁকে ফাঁকে বেসরকারি টিভি চ্যানেলে গাইতাম, এখন আর গাই না, সেখানেও আর কখনো গাইব না। এসব নিয়ে আর কষ্ট পাই না। দীর্ঘদিনের অনভ্যাসে অভ্যস্ত হয়ে গেছি। সেই মাথা ভরা চুল আর নাই, সাদাও হয়ে গেছে কিছু, চোখের দৃষ্টিও ঝাপসা হয়েছে একটু। তবুও রাষ্ট্রকে ধন্যবাদ আমাকে দেশে থাকতে দেওয়ার জন্য। গান গাওয়া আমার পেশা, মঞ্চে গাইব আর অল্প কয়েকটা বছর। কোটি মানুষ আমাকে ভালবাসে, তাদের সামনে গাইবার ইচ্ছা আছে, নিশ্চয়ই তারাও বঞ্চিত হয়েছে ! বেতার/বিটিভিতে আমার জায়গায় সুযোগ পাবে অন্য কেউ একজন, সেখানেই আনন্দ খুঁজে নেব।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     

    এত দিন উত্তর দিয়েছেন, এবার প্রশ্ন করবেন অপু বিশ্বাস

    পুনর্গঠিত হলো চলচ্চিত্রবিষয়ক জাতীয় পরামর্শক কমিটি

    আবার মা হচ্ছেন কোয়েল মল্লিক

    সামাজিক হেনস্তার শিকার জ্যোতিকা জ্যোতি

    ‘আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি!’

    রাফীর পরিচালনায় ‘লায়ন’ সিনেমায় জিৎ ও রাজ

    পানির নিচে দুই শতাধিক গ্রাম

    ‘রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি সমান্তরালে চলবে’

    রিটেইল স্টার্টআপ অ্যাওয়ার্ড পেল ‘ফুডি’

    মাদ্রাসাসহ সব শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি 

    ৫-৭ আগস্টের মধ্যেই পালিয়েছেন বিগত সরকারের লোকেরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

    বিদেশে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ২