Ajker Patrika

জয়ের পরও ঘাটতি খুঁজে পেলেন শান্ত

জয়ের পরও ঘাটতি খুঁজে পেলেন শান্ত

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচেই বাংলাদেশ পেয়েছে সহজ জয়। তবে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটের জয়ের পরও ঘাটতি খুঁজে পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। 

টানা দুই টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। স্বাগতিকদের দুর্দান্ত বোলিংয়ে ১০.২ ওভারে ৫ উইকেটে ৪২ রান হয়ে যায় জিম্বাবুয়ের স্কোর। এখান থেকেই ঘুরে দাঁড়ানো শুরু সফরকারীদের। ষষ্ঠ উইকেটে ৪৩ বলে ৭৩ রানের জুটি গড়েন ব্রায়ান বেনেট ও জোনাথন ক্যাম্পবেল। অভিষিক্ত জোনাথন ১ রানে জীবন পেয়ে করেন ২৪ বলে ৪৫ রান। জিম্বাবুয়ে করেছে ৭ উইকেটে ১৩৮ রান। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ‘এখনো অনেক জায়গা রয়েছে যেখানে আমাদের উন্নতি করতে হবে। তারা (জিম্বাবুয়ে) মিডল ওভারে দারুণ ব্যাটিং করেছে। এ জায়গায় আমাদের কাজ করতে হবে।’ 

 ১৩৯ রান তাড়া করতে নামা বাংলাদেশের ইনিংসে বৃষ্টি হানা দিয়েছে বারবার। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) মেথড অনুযায়ী স্বাগতিকেরা কখনো এগিয়ে যাচ্ছিল, কখনোবা পিছিয়ে পড়েছিল। সেটা বাংলাদেশের জন্য কিছুটা কঠিন হয়েছিল বলে মনে করছেন শান্ত। একই সঙ্গে তিনি (শান্ত) তানজিদ হাসান তামিম-লিটন দাসের ৩৫ বলে ৪১ রানের উদ্বোধনী জুটিরও প্রশংসা করেছেন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘তামিম ও লিটন দারুণ শুরু করে দিয়েছে। রান তাড়া করার পথে তাদের জুটি ভালো ভিত তৈরি করে দিয়েছে। বৃষ্টি তো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। ব্যাটারদের জন্য ব্যাটিং করা সহজ না (ডিএলএস হিসেব করে খেলা)।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত