Ajker Patrika

৩৫ বছর আগেই ‘জামাল কুদু’ নাচ দিয়েছিলেন রেখা

আপডেট : ০৪ মে ২০২৪, ১৯: ১৩
৩৫ বছর আগেই ‘জামাল কুদু’ নাচ দিয়েছিলেন রেখা

পানপাত্র মাথায় নিয়ে ‘জামাল কুদু’ শিরোনামের গানের সঙ্গে নেচে দারুণ জনপ্রিয় হয়েছেন ‘অ্যানিমেল’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করা ববি দেওল। সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে বেশ আলোচনা চলেছে। কিন্তু জানেন কি, ঠিক ৩৫ বছর আগেই নাচের মুদ্রাটি (স্টেপ) দিয়েছিলেন বলিউড অভিনেত্রী রেখা!

সম্প্রতি রেখা অভিনীত ১৯৮৮ সালের সিনেমা ‘বিবি হো তো অ্যাইসি’ সিনেমার গান ‘সাসু জি তুনে মেরি কদর না জানি’র দৃশ্যে ‘জামাল কুদু’ গান সম্পাদন করেছেন এক নেটিজেন। আর তা রীতিমতো ভাইরাল। যেখানে পানপাত্র মাথায় রেখে রেখার নাচের মুদ্রার সঙ্গে হুবহু মিলে গেছে অ্যানিমেলে ববি দেওলের দৃশ্যটি।

একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘এটি ট্রেন্ড হওয়ার আগেই রেখাজি করে ফেলেছিলেন।’ আরেকজনের মন্তব্য, ‘ববি দেওলের শিশু বয়সেই ম্যাম এটি করেছেন।’

‘সাসু জি তুনে মেরি কদর না জানি’ গানের দৃশ্যে রেখাপ্রসঙ্গত, অ্যানিমেল সিনেমার মাধ্যমে যেন অভিনেতা হিসেবে পুনর্জন্ম হয়েছে ধর্মেন্দ্রপুত্র ববি দেওলের। ৩ ঘণ্টা ২১ মিনিটের এ সিনেমায় ববিকে দেখা গেছে ২০ মিনিট, সংলাপ নেই বললেই চলে। কিন্তু তাতেই তিনি নজর কেড়েছেন।

‘জামাল জামালু’ শিরোনামের জনপ্রিয় ইরানি লোকসংগীত থেকে ‘জামাল কুদু’ গানটি তৈরি করা হয়েছে। পঞ্চাশের দশকের ইরানি গানটি দেশটির বিভিন্ন অঞ্চলে ‘বিয়ের গীত’ হিসেবে প্রচলিত। ইরানি কবি বিজন ইসমান্দারের কবিতা থেকে গানটি তৈরি করা। গানের কথায় ‘হৃদয় ভেঙে না দিতে প্রেমিকার প্রতি আকুতি’ জানানো হয়েছে। বলা হয়েছে, প্রেমিকা দূরে চলে যাচ্ছে বলে প্রেমিক পাগলপ্রায়।

‘জামাল কুদু’ শিরোনামের গানের দৃশ্যে ববি দেওলএই গানের সুরকার হর্ষবর্ধন রামেশ্বর ও পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙার পরিকল্পনা ছিল, গানটিকে সিনেমার অন্যতম ‘আকর্ষণ’ হিসেবে তৈরি করা। গানের শুটিংয়ের সময় অভিজ্ঞতা বর্ণনা করে ববি বলেন, ‘ভাঙা গানটি শুনিয়ে আমাকে বলেছিলেন, আমি যেন ভিন্ন কিছু করি, যা দেখে শিখিয়ে দেওয়া অভিনয় মনে না হয়। তবে আমাকে আমার সহশিল্পী সৌরভ নাচের কিছু মুদ্রা দেখিয়ে দেন। এরপর মাথায় এল ছোটবেলায় যখন পরিবারের সঙ্গে পাঞ্জাবে যেতাম, তখন মাতাল অবস্থায় এভাবেই মাথায় গ্লাস নিয়ে নাচতাম। যদিও আমি জানি না, কেন আমরা এ রকম করতাম! তবে নাচের সেই ভঙ্গি পরিচালককে করে দেখালে সেটি তাঁর মনে ধরে গেল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

গুলিবিদ্ধ হাদি ও নির্বাচন

এলাকার খবর
Loading...