
বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’। ১ ডিসেম্বর মুক্তির পর গতকাল সোমবার পর্যন্ত বলিউডের ছবিটি আয় করেছে ৭৩৭ কোটি রুপির বেশি। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত সিনেমাটি বক্স অফিসে বেশ দাপট দেখাচ্ছে। বক্স অফিসে তুমুল ব্যবসার সমান তালে চলছে সমালোচনা। সিনেমার গল্পে বাড়াবাড়ি যৌনতা, নারী বিদ্বেষী সংলাপ আর নৃশংসতার কারণে সমালোচিত হচ্ছে সিনেমাটি।
এদিকে পানপাত্র মাথায় নিয়ে ‘জামাল কুদু’ শিরোনামের গানের সঙ্গে নেচে দারুণ জনপ্রিয় হয়েছেন অ্যানিমেল সিনেমায় খল চরিত্রে অভিনয় করা ববি দেওল। সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে বেশ আলোচনা চলছে। এই গানের উৎপত্তি এবং ববির নাচের স্টাইলের পেছনের কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
সিনেমাটির মাধ্যমে যেন অভিনেতা হিসেবে পুনর্জন্ম হয়েছে ধর্মেন্দ্রপুত্র ববি দেওলের। তিন ঘণ্টা ২১ মিনিটের এ সিনেমায় ববিকে দেখা গেছে ২০ মিনিট, সংলাপ নেই বললেই চলে। কিন্তু তাতেই তিনি নজর কেড়েছেন।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘জামাল জামালু’ শিরোনামের একটি জনপ্রিয় ইরানি লোকসংগীত থেকে ‘জামাল কুদু’ গানটি তৈরি করা হয়েছে। পঞ্চাশের দশকের ইরানি গানটি দেশটির বিভিন্ন অঞ্চলে ‘বিয়ের গীত’ হিসেবে প্রচলিত। ইরানি কবি বিজান ইসমান্দারের কবিতা থেকে গানটি তৈরি করা হয়। গানের কথায় ‘হৃদয় ভেঙে না দিতে প্রেমিকার প্রতি আকুতি’ জানানো হয়েছে। বলা হয়েছে, প্রেমিকা দূরে চলে যাচ্ছে বলে প্রেমিক পাগলপ্রায়।
এই গানের সুরকার হর্ষবর্ধন রামেশ্বর ও পরিচালক ভাঙার পরিকল্পনা ছিল, গানটিকে সিনেমার অন্যতম ‘আকর্ষণ’ হিসেবে তৈরি করা। গানের শুটিংয়ের সময় অভিজ্ঞতা বর্ণনা করে ববি বলেন, ‘ভাঙা গানটি শুনিয়ে আমাকে বলেছিলেন, আমি যেন ভিন্ন কিছু করি, যা দেখে শিখিয়ে দেওয়া অভিনয় মনে না হয়। তবে আমাকে আমার সহশিল্পী সৌরভ নাচের কিছু মুদ্রা দেখিয়ে দেন। এরপর মাথায় এল ছোটবেলায় যখন পরিবারের সঙ্গে পাঞ্জাবে যেতাম, তখন মাতাল অবস্থায় এভাবেই মাথায় গ্লাস নিয়ে নাচতাম। যদিও আমি জানি না, কেন আমরা এ রকম করতাম! তবে নাচের সেই ভঙ্গি পরিচালককে করে দেখালে সেটি তাঁর মনে ধরে গেল।’

বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’। ১ ডিসেম্বর মুক্তির পর গতকাল সোমবার পর্যন্ত বলিউডের ছবিটি আয় করেছে ৭৩৭ কোটি রুপির বেশি। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত সিনেমাটি বক্স অফিসে বেশ দাপট দেখাচ্ছে। বক্স অফিসে তুমুল ব্যবসার সমান তালে চলছে সমালোচনা। সিনেমার গল্পে বাড়াবাড়ি যৌনতা, নারী বিদ্বেষী সংলাপ আর নৃশংসতার কারণে সমালোচিত হচ্ছে সিনেমাটি।
এদিকে পানপাত্র মাথায় নিয়ে ‘জামাল কুদু’ শিরোনামের গানের সঙ্গে নেচে দারুণ জনপ্রিয় হয়েছেন অ্যানিমেল সিনেমায় খল চরিত্রে অভিনয় করা ববি দেওল। সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে বেশ আলোচনা চলছে। এই গানের উৎপত্তি এবং ববির নাচের স্টাইলের পেছনের কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
সিনেমাটির মাধ্যমে যেন অভিনেতা হিসেবে পুনর্জন্ম হয়েছে ধর্মেন্দ্রপুত্র ববি দেওলের। তিন ঘণ্টা ২১ মিনিটের এ সিনেমায় ববিকে দেখা গেছে ২০ মিনিট, সংলাপ নেই বললেই চলে। কিন্তু তাতেই তিনি নজর কেড়েছেন।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘জামাল জামালু’ শিরোনামের একটি জনপ্রিয় ইরানি লোকসংগীত থেকে ‘জামাল কুদু’ গানটি তৈরি করা হয়েছে। পঞ্চাশের দশকের ইরানি গানটি দেশটির বিভিন্ন অঞ্চলে ‘বিয়ের গীত’ হিসেবে প্রচলিত। ইরানি কবি বিজান ইসমান্দারের কবিতা থেকে গানটি তৈরি করা হয়। গানের কথায় ‘হৃদয় ভেঙে না দিতে প্রেমিকার প্রতি আকুতি’ জানানো হয়েছে। বলা হয়েছে, প্রেমিকা দূরে চলে যাচ্ছে বলে প্রেমিক পাগলপ্রায়।
এই গানের সুরকার হর্ষবর্ধন রামেশ্বর ও পরিচালক ভাঙার পরিকল্পনা ছিল, গানটিকে সিনেমার অন্যতম ‘আকর্ষণ’ হিসেবে তৈরি করা। গানের শুটিংয়ের সময় অভিজ্ঞতা বর্ণনা করে ববি বলেন, ‘ভাঙা গানটি শুনিয়ে আমাকে বলেছিলেন, আমি যেন ভিন্ন কিছু করি, যা দেখে শিখিয়ে দেওয়া অভিনয় মনে না হয়। তবে আমাকে আমার সহশিল্পী সৌরভ নাচের কিছু মুদ্রা দেখিয়ে দেন। এরপর মাথায় এল ছোটবেলায় যখন পরিবারের সঙ্গে পাঞ্জাবে যেতাম, তখন মাতাল অবস্থায় এভাবেই মাথায় গ্লাস নিয়ে নাচতাম। যদিও আমি জানি না, কেন আমরা এ রকম করতাম! তবে নাচের সেই ভঙ্গি পরিচালককে করে দেখালে সেটি তাঁর মনে ধরে গেল।’

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
১ দিন আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
১ দিন আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
১ দিন আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে