Ajker Patrika

ফকিরাপুলে পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৫: ৩৫
ফকিরাপুলে পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার

বিএনপির মহাসমাবেশ চলাকালীন গতকাল শনিবার সংঘর্ষে রাজধানীর ফকিরাপুলে পুলিশ সদস্য আমিরুল পারভেজ নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান আজ রোববার এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।  

গ্রেপ্তার দুজন হলেন শামীম রেজা ও মো. সুলতান। শামীম রেজা গাইবান্ধার পলাশবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক । তাঁকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়। মো. সুলতানকে ডেমরা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর পরিচয় জানায়নি পুলিশ।

আজ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে নিহত পুলিশ সদস্যের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ডিএমপি কমিশনার বলেন, ‘যারা এই ঘটনা ঘটিয়েছে তাঁদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য যা কিছু করার সব করা হবে। আইজিপি স্যারের নির্দেশে ইতিমধ্যে দুজন আসামি যারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত তাঁদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।’ 

 আমিরুল পারভেজএর আগে আমিরুল পারভেজ নিহতের ঘটনায় হত্যা মামলা করে পুলিশ। পল্টন থানার ওই মামলায় বিএনপি নেতা–কর্মীদের আসামি করা হয়েছে। আজ সকালে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। 

নিহত কনস্টেবল আমিরুল পারভেজ ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম শাখায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুরে। 

গতকাল শনিবার বিএনপির মহাসমাবেশ চলাকালীন দায়িত্ব পালন করছিলেন নিহত আমিরুল। এ সময় বিএনপি নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। আমিরুলকে একা পেয়ে তাঁকে বেধড়ক পিটিয়ে হত্যা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত