নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল শনিবার রাতে সদর উপজেলার চিনিশপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন সদর উপজেলার চিনিশপুর এলাকার বাসিন্দা ও জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদার হোসেন ভূঁইয়া (৪০), একই এলাকার মোহাম্মদ আলী (৪০), নজরপুর ইউনিয়নের দিলারপুর এলাকার ইকবাল হোসেন (৬০) ও কালাই গোবিন্দপুর আবু ফারুক (৫১)।
এ সময় তাদের কাছ থেকে ১৮টি ককটেল, সাদা প্লাস্টিকের একটি ব্যাগ, ১৭টি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ২৫টি ছোট–বড় কাঠের লাঠি ও পাঁচটি ইটের টুকরা জব্দ করা হয় বলে জানায় পুলিশ।
সদর থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার চিনিশপুর এলাকায় দিদার হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় সমবেত হয়ে নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানো, বিস্ফোরক উদ্ধার ও পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় ৪২ জনের নামসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। আজ রোববার সাত দিনের রিমান্ডের আবেদনসহ আসামিদের জেলা জজ আদালতে হাজির করা হয়। বিচারক আগামী বুধবার রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।’
জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তাররা বিএনপি ও যুবদলের নেতা কর্মী। সরকারের পরিকল্পিত নির্বাচনের সাজানো নাটকের অংশ বাস্তবায়ন করতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগে কোনো মামলার ওয়ারেন্ট নেই। তারা সবাই মামলায় জামিনে আছেন।’

নরসিংদীতে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল শনিবার রাতে সদর উপজেলার চিনিশপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন সদর উপজেলার চিনিশপুর এলাকার বাসিন্দা ও জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদার হোসেন ভূঁইয়া (৪০), একই এলাকার মোহাম্মদ আলী (৪০), নজরপুর ইউনিয়নের দিলারপুর এলাকার ইকবাল হোসেন (৬০) ও কালাই গোবিন্দপুর আবু ফারুক (৫১)।
এ সময় তাদের কাছ থেকে ১৮টি ককটেল, সাদা প্লাস্টিকের একটি ব্যাগ, ১৭টি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ২৫টি ছোট–বড় কাঠের লাঠি ও পাঁচটি ইটের টুকরা জব্দ করা হয় বলে জানায় পুলিশ।
সদর থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার চিনিশপুর এলাকায় দিদার হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় সমবেত হয়ে নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানো, বিস্ফোরক উদ্ধার ও পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় ৪২ জনের নামসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। আজ রোববার সাত দিনের রিমান্ডের আবেদনসহ আসামিদের জেলা জজ আদালতে হাজির করা হয়। বিচারক আগামী বুধবার রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।’
জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তাররা বিএনপি ও যুবদলের নেতা কর্মী। সরকারের পরিকল্পিত নির্বাচনের সাজানো নাটকের অংশ বাস্তবায়ন করতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগে কোনো মামলার ওয়ারেন্ট নেই। তারা সবাই মামলায় জামিনে আছেন।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
১০ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১ ঘণ্টা আগে