ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও পারস্পরিক সহযোগিতা পূর্ণ হয়ে উঠেছে বলে জানিয়েছেন ত্রিপুরার ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বগুড়া শেরপুর ভবানীপুর মন্দির পরিদর্শনকালে আজকের পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
রামপ্রসাদ পাল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার ভাষা ও সংস্কৃতিগত বন্ধুত্ব শতাব্দী থেকেও শতাব্দী প্রাচীন। বর্তমানে সে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের রেল, স্থল ও বিমানপথে যোগাযোগ বৃদ্ধি প্রক্রিয়াধীন। পাশাপাশি আমদানি ও রপ্তানি সহজ করার জন্য বাংলাদেশের কক্সবাজারে তৈরি করা হচ্ছে একটি গভীর সমুদ্রবন্দর। গত তিন বছরে ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রায় ১৬০ শতাংশ বেড়েছে।’
রামপ্রসাদ পাল আরও বলেন, ‘ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের সব ধরনের সীমান্তের সমস্যা সমাধান করা হয়েছে। পাশাপাশি বন্ধুত্বপূর্ণ ও বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নত করার জন্য কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনা করা হবে।’
বাংলাদেশে তাঁর সফর সঙ্গী হিসেবে ভারতের শংকর আচার্যের স্বামী অধ্যক্ষনন্দ দেবতীর্থ মহারাজ ও আজকের পত্রিকার কলকাতা প্রতিনিধি তরুণ চক্রবর্তী শেরপুরে ভবানীপুর অর্পণা শক্তি মন্দির পরিদর্শন করেন। এ সময় বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক নিলুকা ইয়াসমিন, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা ও মন্দির কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে