মঙ্গলবার, ৩০ মে ২০২৩

সেকশন

 

কানের লাল–গালিচায় বাংলাদেশের ফারনাজ আলম

আপডেট : ২২ মে ২০২৩, ১৮:২৩

ফারনাজ আলম। ছবি: ইনস্টাগ্রাম কান চলচ্চিত্র উৎসবের ৭৬ তম আসরে আমন্ত্রিত হয়েছেন ফারনাজ আলম। তিনি একাধারে আন্তর্জাতিক ফ্যাশন ইনফ্লুয়েন্সার, সৌন্দর্য বিশেষজ্ঞ এবং উইমেন্স ওয়ার্ল্ডের পরিচালক। ২২ মে ফারনাজ আলম তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, সাদা ফ্লোরাল একটি গাউন পরে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় পা রেখেছেন তিনি।

ফারনাজ আলম তাঁর ইনস্টাগ্রামে হ্যান্ডেলে লিখেছেন, ‘স্বপ্ন যেন সত্য়ি হলো। আমি একটু হলেও জানতাম, উইমেন্স ওয়ার্ল্ড ও কণা কসমেটিকসের উদ্য়োগ লাল গালিচায় পা রাখতে আমার পথ তৈরি করে দেবে। এত দিনের কঠোর পরিশ্রম, আত্মত্যাগ ও তীব্র ইচ্ছে আজ আমাকে এই প্রতিদান দিয়েছে। ২০২৩ সালের কান চলচ্চিত্র উৎসবের ৭৬ তম আসরে আমি অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছি। এই মুহূর্তের কথা কখনোই ভুলব না। আমার মতো নারী উদ্যোক্তাদের জন্য এটা অনেক বড় অনুপ্রেরণা। বাংলাদেশি হিসেবে ও বাংলাদেশের জন্য আমি গর্ববোধ করছি।’ 

ফারনাজ আলম। ছবি: ইনস্টাগ্রাম বিদেশ বিভুঁইয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে উৎসবের সপ্তম দিনে তিনি পরেন ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড ‘আমেলিয়া ক্যাসাব্লাঙ্কা’র গাউন। পায়ে গলিয়েছেন স্প্যানিশ লাক্সারি ব্র্যান্ড ‘মানোলো ব্লানিকে’র জুতা। কানে পরেছেন ফরাসি ব্র্যান্ড কার্তিয়েরের দুল। মেকআপ করেছেন তাঁর সিগনেচার কণা কসমেটিকস দিয়েই।

২০২২ সালের ৭ থেকে ১০ নভেম্বর অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ফ্যাশন উৎসব ‘মিডল ইস্ট ফ্যাশন উইক’-এ বাংলাদেশের ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন ফারনাজ আলম। সে বছরের মার্চে অনুষ্ঠিত মিডল ইস্ট ফ্যাশন উইকের প্রথম আসর অটাম-উইন্টার কালেকশনেও অংশ নিয়েছিলেন তিনি। 

তথ্যসূত্র:  ইনস্টাগ্রাম

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    মনে পড়ে মাটির দোতলা বাড়ির সেই ঈদ

    ঈদের বিশেষ রেসিপি

    ঈদে শাড়িতে আরাম ও আভিজাত্য

    কে ক্র্যাফটের বৈশাখ ও ঈদ আয়োজন

    ‘প্রত্য়েকেরই নিজস্ব স্টাইল থাকা উচিত’

    রঙ বাংলাদেশের কালেকশন

    মধ্যরাতে ফাঁস হওয়া রা‌জের ভিডিওতে সুনেরাহ, তিশা

    জাদেজার জাদুতে রোমাঞ্চ জিতে চেন্নাইয়ের পাঁচ

    সিলেটে কিশোরী মাকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

    সংসদে বাজেট অধিবেশন উপলক্ষে ডিএমপির নিষেধাজ্ঞা

    মূলধন ঘাটতিতে আট ব্যাংক

    ‘ডা. জাফরুল্লাহ দেশ ও সমাজ গঠনে জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধ করে গেছেন’