সোমবার, ২৯ মে ২০২৩

সেকশন

 

কাল জামিন চাইতে যাব, ৮০ শতাংশ আশঙ্কা গ্রেপ্তার হব: ইমরান খান

আপডেট : ২২ মে ২০২৩, ১৪:৩৪

ইমরান খান। ছবি: এএফপি ফের গ্রেপ্তার হওয়ার আশঙ্কা প্রকাশ করলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান। আগামীকাল মঙ্গলবার আল কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ আদালতে তাঁকে ফের হাজিরা দিতে হবে। ইমরানের আশঙ্কা, এদিন তাঁকে আবারও গ্রেপ্তার করা হবে। 

পাকিস্তানি গণমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান আবারও গ্রেপ্তারের আশঙ্কার কথা জানান। 

পিটিআই প্রধান বলেন, ‘মঙ্গলবার আমি ইসলামাবাদ আদালতে একাধিক মামলায় জামিনের আবেদনের জন্য হাজিরা দেব। ৮০ শতাংশ আশঙ্কা রয়েছে, ওই সময় আমাকে সেখানে গ্রেপ্তার করা হবে।’ 

দলের কর্মীদের বিরুদ্ধে ধরপাকড় নিয়েও অভিযোগ তোলেন ইমরান খান। তিনি বলেন, ‘শীর্ষ নেতা থেকে শুরু করে সাধারণ কর্মীদের বিরুদ্ধে ধরপাকড় চালানো হয়। গণতন্ত্রকে ধ্বংস করতেই এ সবকিছু করা হচ্ছে। আমার দলের জ্যেষ্ঠ নেতাদের সবাই এখন কারাগারে। মোট ১০ হাজারেরও বেশি পিটিআই কর্মী-সমর্থকদের গ্রেপ্তার করা হয়েছে।’ 

উল্লেখ্য, ৯ মে পৃথক মামলার শুনানিতে অংশ নিতে রাজধানী ইসলামাবাদের হাইকোর্টে গিয়েছিলেন ইমরান খান। হাইকোর্ট চত্বর থেকে তাঁকে আধা সামরিক বাহিনী রেঞ্জারসের সহায়তায় গ্রেপ্তার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। আল কাদির বিশ্ববিদ্যালয় ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় সংস্থাটি। পরে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে জামিনে মুক্তি পান পিটিআই প্রধান। বিচারপতি মাইনগুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের সমন্বয়ে গঠিত বেঞ্চ ইমরান খানের দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেন। 

ইমরান খান গ্রেপ্তারের ঘটনায় পাকিস্তানজুড়ে সহিংসতা হয়। ঘটে হতাহতের ঘটনা। এ ছাড়া গ্রেপ্তার করা হয় পিটিআইয়ের কয়েক হাজার নেতা-কর্মীকে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    হিটলারের শৈশবের বাড়ি হবে মানবাধিকার প্রশিক্ষণ কেন্দ্র

    দেশ ছাড়তে চান শিক্ষিত পাকিস্তানিদের অনেকে

    এরদোয়ানকে বাইডেন-পুতিনের অভিনন্দন

    ক্ষুধা নিয়ে ঘুমাতে যায় বিশ্বের ১০% মানুষ

    তুরস্কে ভোট গণনা চলছে: ৫২ শতাংশ পেয়ে এগিয়ে এরদোয়ান

    ভোট দিতে এসে শিশুদের খেলনা ও টাকা দিলেন এরদোয়ান

    ইয়াবার মামলা দিয়ে হয়রানি: এএসআই মাহবুবসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১২ জুন

    সূর্যের ১০ হাজার গুণ বড় নক্ষত্রের ‘ফসিল’ আবিষ্কার   

    সড়ক দুর্ঘটনায় আহত তেলুগু অভিনেতা সর্বানন্দ

    এরদোয়ানের জয়ে বিভক্ত তুরস্ক

    ইউরোপাতেও খেলতে পারবেন না হ্যারি কেইনরা 

    যমুনার নতুন রেফ্রিজারেটরের মোড়ক উন্মোচন