শনিবার, ১০ জুন ২০২৩

সেকশন

 

অ্যাপল কর্মীরা সপ্তাহে ৩ দিন অফিসে না এলেই ব্যবস্থা নেওয়ার হুমকি

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৪:২৬

গত বছরের মার্চে কর্মীদের অফিসে ফিরতে বলে অ্যাপল। ছবি: সংগৃহীত  সপ্তাহে অন্তত তিন দিন অফিসে না এলে কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ। অ্যাপল বেজ রেকর্ডের মাধ্যমে কর্মীদের উপস্থিতির হিসাব রাখছে। যেসব কর্মী সপ্তাহে অন্তত তিন দিন অফিসে আসবেন না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, প্ল্যাটফর্মার নিউজের ব্যবস্থাপনা সম্পাদক জো শিফার এক টুইটে বলেন, অ্যাপল কর্মীরা যদি সপ্তাহে কমপক্ষে তিন দিন অফিসে না আসেন, তবে তাঁদের চাকরিচ্যুত পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। গত বছরের মার্চে কর্মীদের অফিসে ফিরতে বলে অ্যাপল। তখন সপ্তাহে এক দিন কাজের নীতি চালু করে প্রতিষ্ঠানটি। এর আগে করোনা মহামারির কারণে কর্মীদের বাসায় থেকে কাজের অনুমতি দেয় অ্যাপল। পরে ২০২২ সালে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সবাইকে অফিসে থেকে কাজ করতে বলা হয়। 

তখন অ্যাপলের সিইও টিম হুক এক মেমোতে বলেছিলেন, ‘আমি জানি অনেকেই এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন। আমরা আবারও অফিস থেকে কাজ শুরু করতে যাচ্ছি। আমি এটিও জানি, কারও কারও জন্য বিষয়টি চ্যালেঞ্জিং হবে। তবে তাঁদের উদ্দেশে বলতে চাই, প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁদের সব ধরনের সহযোগিতা করা হবে।’

এদিকে শোনা যাচ্ছে, মূলধারার সিনেমা ব্যবসায় নামছে অ্যাপল। মূলত নিজেদের অর্থায়নে নির্মিত সিনেমাগুলো হলে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এর জন্য বার্ষিক ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে অ্যাপল। ফলে অ্যাপল স্টুডিও ও অ্যাপল টিভি প্লাসের বাইরেও প্রতিষ্ঠানটিকে সিনেমা ব্যবসায় বড় বিনিয়োগকারী হিসেবে দেখা যাবে। 

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে অ্যাপলের নতুন এই পরিকল্পনা। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি প্রতিষ্ঠানটি। সিনেমা ব্যবসায় নতুন হওয়ায় হলে সিনেমা মুক্তিসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে প্রস্তুতির জন্য স্টুডিওর সঙ্গে অংশীদারত্বের ব্যাপারে আলোচনা করছে অ্যাপল। ধারণা করা হচ্ছে, চলতি বছর মুক্তি পাওয়া ম্যাথিউ ভাওগনের থ্রিলার ঘরানার সিনেমা ‘অরগাইল’ অ্যাপলের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হতে যাচ্ছে। সিনেমাটি কমপক্ষে এক মাস হলে চালানো হবে। 

এদিকে আমাজনও সিনেমা ব্যবসায় বার্ষিক ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ এবং সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার ঘোষণা দেয় । হলে সিনেমা মুক্তির এই উদ্যোগ অ্যাপলের টিভি প্লাসের গ্রাহক বাড়াবে কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    টুইটারের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম আনছেন জাকারবার্গ

    চীনে যেভাবে গড়ে উঠল আইফোন সিটি

    অ্যান্ড্রয়েডে ডায়নামিক আইল্যান্ড চালুর উপায়

    সেলফোন ফটোগ্রাফি টিপস অ্যান্ড ট্রিকস

    গরমে আরাম দেবে চার্জার ফ্যান

    ক্যাননের স্বয়ংক্রিয় ইনডোর ক্যামেরা

    স্বাধীনতাবিরোধী ও ষড়যন্ত্রকারীরা এক হয়ে দুঃস্বপ্ন দেখছে: স্বরাষ্ট্রমন্ত্রী 

    তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনায় বসতে চায় জামায়াত

    টুইটারের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম আনছেন জাকারবার্গ

    ফরিদপুরে কোটি টাকার সোনাসহ গ্রেপ্তার ২

    শরীয়তপুরে রিকশা চালককে বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা, আটক ৩

    বিমানবাহিনীর মহিলা কল্যাণ সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত