রোববার, ০৪ জুন ২০২৩

সেকশন

 

যুক্তরাষ্ট্রের স্কুলে হামলাকারী ‘মানসিকভাবে বিপর্যস্ত’, নিজেকে ‘ট্রান্সজেন্ডার’ বলতেন

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৩:৫৯

ন্যাশভিলে স্কুলে হামলাকারী মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ছবি: টুইটার যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে স্কুলে হামলাকারী মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানিয়েছেন শহরটির পুলিশপ্রধান জন ড্রেক। তিনি বলেন, অড্রে এলিজাবেথ হেল মানসিক ব্যাধির জন্য চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অড্রের ছোটখাটো একটা অস্ত্রের সংগ্রহশালা ছিল বলে জানান ন্যাশভিলের পুলিশপ্রধান। স্কুলে বন্দুক হামলার সময় তাঁর কাছে দুটি সেমি-অটোমেটিক রাইফেল ও একটি হ্যান্ডগান ছিল। অড্রে সাতটি আগ্নেয়াস্ত্র বৈধভাবে কিনেছিলেন। এর মধ্যে তিনটি আগ্নেয়াস্ত্র তিনি হামলায় ব্যবহার করেন। 

পুলিশপ্রধান জন ড্রেক সংবাদ সম্মেলনে বলেন, ন্যাশভিলের পাঁচটি দোকান থেকে অস্ত্র কেনেন ২৮ বছর বয়সী অড্রে। বৈধভাবেই অস্ত্রগুলো কেনা হয়। এর মধ্যে তিনটি আগ্নেয়াস্ত্র তিনি হামলায় ব্যবহার করেন। অড্রে একটি মানসিক ব্যাধির জন্য একজন চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। তবে তাঁর চিকিৎসার বিষয়ে বিস্তারিত কিছু জানেন না এই পুলিশ কর্মকর্তা। 

অড্রের ছোটখাটো একটা অস্ত্রের সংগ্রহশালা ছিল বলে জানান ন্যাশভিলের পুলিশ প্রধান। ছবি: টুইটার অড্রে নিজেকে ট্রান্সজেন্ডার হিসেবে পরিচয় দিতেন। অবশ্য পুলিশ তাঁকে বারবার নারী বলে সম্বোধন করে আসছিল। তবে কর্মজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যমে লিংকডিন অ্যাকাউন্টে পুরুষ হিসেবে পরিচয় দেওয়া আছে অড্রের। 

জন ড্রেক জানান, অস্ত্রগুলো বাড়িতে লুকিয়ে রেখেছিলেন অড্রে। হামলার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনো সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেনি। হামলার সময় কোনো শিক্ষার্থীকে সুনির্দিষ্টভাবে খোঁজ করেননি অড্রে। তিনি নির্বিচারে গুলি চালিয়েছেন।

স্থানীয় সময় গত সোমবার সকালে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরের কোভনেন্ট স্কুলে ঢুকে নির্বিচারে গুলি চালান অড্রে। এতে তিন শিশুসহ অন্তত ছয়জন নিহত হন। পরে পুলিশের গুলিতে অড্রেও নিহত হন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব অসহনীয় বিপর্যয় আনবে: চীনের প্রতিরক্ষামন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অর্থনীতি বাঁচানোর বিলে সই করেছেন বাইডেন

    মিসরের পুলিশ সদস্যের গুলিতে ৩ সেনা নিহত, দাবি ইসরায়েলের

    মিসর সীমান্তের কাছে ৩ ইসরায়েলি সেনাকে গুলি করে হত্যা

    ‘অশ্লীল’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের স্কুলে বাইবেল নিষিদ্ধ

    ভারতে ট্রেন দুর্ঘটনা: ‘কাঁদতে কাঁদতে শিশুটিও কিছুক্ষণ পর মারা যায়’

    এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ১৭ আগস্ট

    টিসিবির পণ্য বিক্রির সময় কাউন্সিলর প্রার্থীর জন্য ভোট চাওয়ার অভিযোগ

    গ্রামীণফোন ও ব্যাংক এশিয়ার মধ্যে চুক্তি সই

    জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রী বললেন, ক্রয় করাটা অসম্ভব হয়ে পড়েছে

    টঙ্গীতে মোটরসাইকেলে বাসের ধাক্কা, চালক পিষ্ট কাভার্ড ভ্যানের চাকায়

    প্রক্সি কাণ্ডে জড়িত ছাত্রলীগ নেতা শান্ত বহিষ্কার