রোববার, ০৪ জুন ২০২৩

সেকশন

 

শিগগির দেশে গণ-অভ্যুত্থান হবে: খন্দকার মোশাররফ

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৯:৫৮

জাতীয় প্রেসক্লা‌বে এক আলোচনা সভায় বক্তব্য দেন খন্দকার মোশাররফ। ছবি: আজকের পত্রিকা  শিগগিরই দেশে গণ-অভ্যুত্থান হবে বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লা‌বে এক আলোচনা সভায় দেশের সার্বিক পরিস্থিতির চিত্র তুলে ধরেন তিনি।

মোশাররফ হোসেন বলেন, দেশ ও দেশের মানুষ আজ বিপর্যস্ত। বর্তমান সরকারের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি এর জন্য দায়ী। এ অবস্থায় সরকারকে হটাতে হলে একটি গণ-অভ্যুত্থান প্রয়োজন। এই গণ-অভ্যুত্থান অতি দ্রুত বাংলাদেশে হবে। এই গণ-অভ্যুত্থানে সবাই যার যার অবস্থান থেকে অবদান রাখবেন। 

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলা‌দেশ (ড‌্যাব)-এর উদ্যোগে স্বাধীনতার ৫২ বছর ও বিপর্যস্ত স্বাস্থ‌্য ব‌্যবস্থা শীর্ষক আলোচনা সভায় খন্দকার মোশাররফ বলেন, ‘এই সরকার দেশের কোনো কিছুই মেরামত করতে পারবে না। গণতন্ত্র যারা হত্যা করেছে তারা গণতন্ত্র ফিরিয়ে দিত পারে না। অর্থনীতিকে যারা হত্যা করেছে তারা কখনো অর্থনীতি মেরামত করতে পারবে না। যারা স্বাস্থ্য ব্যবস্থাকে বিপর্যস্ত করেছে তারা কখনোই নতুনভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে সাজাতে পারবে না। অতএব তাদের যত দ্রুত বিদায় করা যায় ততই দেশের কল্যাণ হবে।’ 

গত ১৪ বছরে স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপক বিপর্যয় হয়েছে উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, ‘স্বাস্থ্য খাতের এ দুরবস্থা মূলত হয়েছে দলীয়করণের ফলে। দলীয়করণের ফলে সাধারণ মানুষ সরকারের বিভিন্ন সুযোগ- সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। কেউ কেউ আবার দলীয় পরিচয় দিয়ে যা ইচ্ছা তাই করে। এতে করে সাধারণ মানুষ তাদের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাচ্ছে না।’ 

সরকারি হাসপাতালে ডাক্তারদের প্রাইভেট চেম্বারের বিষয়ে নিন্দা জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, ‘একটা সার্কুলার বেরিয়েছে যে আগামী ৩০  মার্চ থেকে সরকারি হাসপাতালে বিকেল ৩টার পর থেকে ডাক্তাররা প্রাইভেট চেম্বার করতে পারবেন। সরকারের দলীয় লোকদের পকেট ভারী করার জন্য সরকার এ ব্যবস্থা নিয়েছে। এতে জনগণের কোনো কাজে আসবে না।’ 

আ‌য়োজক সংগঠ‌নের সভাপ‌তি অধ‌্যাপক ডা. হারুন আল র‌শিদের সভাপ‌তি‌ত্বে সভায় আরও বক্তব‌্য দেন বিএন‌পির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ঢাকা সাংবা‌দিক ইউ‌নিয়নের সভাপ‌তি কা‌দের গ‌নি চৌধুরী, ড্যাবের মহাসচিব ডা. মো আব্দুস সালাম প্রমুখ।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    যুক্তরাষ্ট্রের ভিসা নীতি দুরভিসন্ধিমূলক: ১৪ দলীয় জোট

    ১৭ কোটি মানুষ কোথায় যাবে-না যাবে, সে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিতে পারেন না: আমীর খসরু 

    জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক 

    কোনো দিকে দৌড়ে লাভ নাই, সরকারের পেছনে আজরাইল দাঁড়িয়ে গেছে: মির্জা ফখরুল

    নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা তৃণমূল বিএনপির

    মানুষের পকেট কাটার ধান্দা করছে সরকার: মান্না

    নতুন ট্রেনের যাত্রাবিরতি: বিক্ষোভ–ভাঙচুর, স্টেশন মাস্টারকে মারপিট

    মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটির বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন

    রাবি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় খাবারের দাম কমানোসহ কয়েক দফা দাবিতে মানববন্ধন 

    দিনাজপুরে ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ ৪১ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড 

    নির্বাচনকালীন সরকারের ব্যাপারে অস্পষ্টতা নেই: আইনমন্ত্রী

    উত্তরা ও কাফরুল থেকে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত চার আসামি গ্রেপ্তার