শুক্রবার, ০২ জুন ২০২৩

সেকশন

 

মিসরে ফেরাউনের উপাসনালয়ে ২ হাজার ভেড়ার মাথার মমি

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ০০:০০

মিসরের দক্ষিণাঞ্চলীয় অ্যাবাইডোস শহরের মন্দিরে দুই হাজারের বেশি ভেড়ার মাথার মমির সন্ধান। ছবি: এএফপি  মিসরের দক্ষিণাঞ্চলীয় অ্যাবাইডোস শহরের একটি উপাসনালয়ে ২ হাজারের বেশি ভেড়ার মাথার মমির সন্ধান পাওয়া গেছে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির একদল প্রত্নতত্ত্ববিদ ফেরাউনের উপাসনালয় ‘ফারাও দ্বিতীয় রামসেস’ থেকে ভেড়ার মাথার প্রাচীন এসব মমি আবিষ্কার করেন।

আজ রোববার দেশটির পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভেড়ার মাথার মমি ছাড়াও কুকুর, ছাগল, গরু, হরিণ ও বেজির মাথার মমিও উত্তোলন করা হয়েছে। উপাসনালয় ও সমাধির জন্য মিসরের দক্ষিণাঞ্চলীয় অ্যাবাইডোস শহর বিখ্যাত। এটি রাজধানী কায়রো থেকে প্রায় ৪৩৫ কিলোমিটার দূরে অবস্থিত।

আমেরিকান মিশনের প্রধান সামেহ ইস্কান্দার বলেন, এগুলো দ্বিতীয় রামসেসের জন্য উৎসর্গ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

সাত দশকেরও বেশি সময় রাজত্ব ছিল দ্বিতীয় রামসেসের। তাঁর সময়কাল ছিল খ্রিষ্টপূর্ব ১৩০৪-১২৩৭ পর্যন্ত।

মিসরের সুপ্রিম কাউন্সিল অফ অ্যান্টিকুইটিসের প্রধান মোস্তফা ওয়াজিরি বলেন, এই আবিষ্কারগুলো দ্বিতীয় রামসেসের মন্দির এবং খ্রিষ্টপূর্ব ২৩৭৪ থেকে ২১৪০ এবং টলেমিক যুগের ৩২৩ থেকে ৩০ খ্রিষ্টপূর্বের মধ্যকার নির্মাণকার্য সম্পর্কে আরও জানতে সাহায্য করবে।

প্রাণীর এসব মমি ছাড়াও প্রত্নতত্ত্ববিদেরা ৪ হাজার বছরের পুরোনো ৫ মিটার পুরু দেয়ালসহ একটি প্রাসাদের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। প্রাচীন কয়েকটি মূর্তি, বৃক্ষ, চামড়ার পোশাক ও জুতাও সেখানে পাওয়া গেছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সুপারবাগ বিধ্বংসী অ্যান্টিবায়োটিক আবিষ্কার 

    গাছের নিচে, মসজিদের সামনে শিশুদের ফেলে যাচ্ছে সিরীয়রা

    হরমুজ প্রণালীতে পশ্চিমা রণতরী, জলসীমা রক্ষায় ইরানের হুঙ্কার

    পাকিস্তান সীমান্তে হামলায় ৬ ইরানি সীমান্তরক্ষী নিহত 

    ইরানে সরকারবিরোধী বিক্ষোভ: তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর

    আসাদকে কোনোভাবেই ক্ষমা করা যায় না: জার্মান পররাষ্ট্রমন্ত্রী

    দক্ষিণখানে ২৬ লাখ টাকার জন্য স্ত্রীকে হত্যা করে কানাডায় পালান স্বামী: পুলিশ

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাস্তবায়ন সম্ভব নয়: সিপিডি

    গোপালগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, মামলার পর আসামি গ্রেপ্তার

    মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন 

    ময়মনসিংহে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১০ 

    কানাডাপ্রবাসী নারী হত্যার ঘটনায় মামলা, স্বামীর বাবা-ভাইসহ গ্রেপ্তার ৪