শুক্রবার, ০২ জুন ২০২৩

সেকশন

 

কানাডার রেল স্টেশনে নামাজ পড়তে নিষেধ করলেন নিরাপত্তারক্ষী

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৩:৫১

কানাডার একটি রেল স্টেশনে এক নিরাপত্তারক্ষী একজন মুসলিম ব্যক্তিকে নামাজ আদায় করতে নিষেধ করেছেন বলে অভিযোগ উঠেছে। ছবি: টুইটার কানাডার অটোয়ায় একটি রেল স্টেশনে এক নিরাপত্তারক্ষী (স্টেশন গার্ড) একজন মুসলিম ব্যক্তিকে নামাজ আদায় করতে নিষেধ করেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সংবাদমাধ্যম সিটিভি নিউজের বরাত দিয়ে আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

সিটিভি ও আরব নিউজ বলেছে, ভুক্তভোগী ব্যক্তি নিজেকে শুধু ‘আহমদ’ হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি বলেছেন, ‘রেল স্টেশনের একটি কক্ষের দরজার পাশের খালি জায়গায় আমি নামাজ আদায় করছিলাম। নামাজ শেষে হলে একজন নিরাপত্তারক্ষী আমার কাছে এসে বলেন, এখানে আর নামাজ আদায় করবেন না। বাইরে গিয়ে করবেন।’

গত সোমবার আহমদের সঙ্গে এ ঘটনা ঘটেছে বলে সিটিভিকে তিনি নিজেই জানিয়েছেন।

এদিকে অটোয়া সিটিজেন নিউজের ওয়েবসাইটে এ ঘটনার একটি ভিডিও আপলোড করা হয়েছে। ভিডিওটি ইতিমধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, নিরাপত্তারক্ষীর পোশাক পরা এক ব্যক্তি বলছেন, এখানে নামাজ পড়বেন না। আপনার নামাজ স্টেশনের অন্য যাত্রীদের বিরক্ত করতে পারে। 

কানাডার ভায়া রেল কোম্পানি ইতিমধ্যে এ ঘটনার জন্য মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেছে এবং এ ঘটনার তদন্ত শেষে উপযুক্ত পদক্ষেপ নেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া ভায়া রেল ও ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিম পরস্পর বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এ ঘটনাকে ‘দুঃখজনক’ বলেছে।

সিটিভি নিউজকে আহমদ বলেছেন, ‘আমি এ ঘটনায় খুবই আহত বোধ করেছি এবং দুঃখ পেয়েছি। আমি বিশ্বাস করতে পারছিলাম না, এটা কি কানাডা? এটা কি রাজধানী অটোয়া?’

ভায়া রেলের কর্মকর্তারা বলেছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে তাঁরা সর্বোচ্চ সতর্ক থাকবেন।

ভায়া রেল কোম্পানির একজন মুখপাত্র বলেছেন, ওই নিরাপত্তাকর্মী ভায়া রেলের নিয়মিত কর্মচারী নন। তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। তদন্তের ফলাফল না আসা পর্যন্ত আপাতত তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    মসজিদ ভাঙার প্রতিবাদে চীনে পুলিশের সঙ্গে মুসলিমদের সংঘর্ষ

    ভারতে জাল পাসপোর্টসহ বান্দরবানের বাসিন্দা গ্রেপ্তার

    ইমরানের রাজনৈতিক ক্যারিয়ার শেষ, বললেন মরিয়ম

    কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত কানাডা ও সৌদি

    ক্যামেরুনে অপহৃত ৩০ নারী

    যুক্তরাষ্ট্রের চিপ জায়ান্ট মাইক্রোনের ওপর চীনের নিষেধাজ্ঞা

    দক্ষিণখানে ২৬ লাখ টাকার জন্য স্ত্রীকে হত্যা করে কানাডায় পালান স্বামী: পুলিশ

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাস্তবায়ন সম্ভব নয়: সিপিডি

    গোপালগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, মামলার পর আসামি গ্রেপ্তার

    মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন 

    ময়মনসিংহে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১০ 

    কানাডাপ্রবাসী নারী হত্যার ঘটনায় মামলা, স্বামীর বাবা-ভাইসহ গ্রেপ্তার ৪