শনিবার, ১০ জুন ২০২৩

সেকশন

 

কেউ একজন গুমের তালিকাটা দিন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ২০ মার্চ ২০২৩, ২০:৫৯

হিউম্যান রাইটস ফোরামের (এইচআরএফবি) এক অনুষ্ঠানে অতিথিরা। ছবি: আজকের পত্রিকা   গুমের তালিকা অবাস্তব উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘কোথাও দেখি ৬০০ জন গুম হয়েছে, আবার কোথাও ৭৯১ জন। আমার অনুরোধ কেউ একজন দয়া করে গুমের তালিকাটা দিন।’ আজ সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠনের জোট হিউম্যান রাইটস ফোরামের (এইচআরএফবি) এক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।

অনুষ্ঠানে এইচআরএফবি নিখোঁজ থাকা ব্যক্তিদের খুঁজে বের করা ও ক্রসফায়ারে নিহতের ঘটনায় স্বাধীন তদন্ত কমিশন গঠন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) বাতিলসহ বেশ কিছু দাবি জানিয়েছে। 

দাবির পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ডিএসএ বাতিলের কোনো সম্ভাবনা নেই। দেশে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে আসারও কোনো সুযোগ নেই।’ 

অনুষ্ঠানে বক্তারা বলেন, গুম ও ক্রসফায়ারে মৃত্যুর ঘটনা নিয়ে নানা সংগঠন নানা তথ্য দেয়। এতে ভুল-বোঝাবুঝির অবকাশ থাকে। একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করলে অভিযোগগুলো নিরপেক্ষ তদন্ত হবে।

এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘কোথাও দেখি ৬০০ জন গুম হয়েছে, আবার কোথাও ৭৯১ জন। আমার অনুরোধ কেউ একজন দয়া করে গুমের তালিকাটা দিন। সরকারের কাছে পৌঁছান। শেষ ৭৬ জনের তালিকা থেকে মাত্র ২৮ জনের খোঁজ নেই। অতীতে যেকোনো নির্বাচনী বছরের তুলনায় চলতি বছর রাজনৈতিক সংঘর্ষ কম হয়েছে।’ 

দেশি ও বিদেশি সংগঠনগুলোর উদ্বেগ জানানো নিয়ে প্রশ্ন তোলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘দেশে মানবাধিকার বললেই নির্দিষ্ট কিছু বিষয়ে আলোচনার হয়। কনসার্ন শব্দের অর্থ সব জায়গায় উদ্বেগ নয়। কিন্তু আমাদের বেশির ভাগ ক্ষেত্রে বলা হয় অমুক উদ্বেগ প্রকাশ করেছে।’
 
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নূর খান বলেন, ‘আমাদের চাওয়া অনেক ছোট, কিন্তু ব্যাপ্তিটা বড়। যে মানুষ হারিয়ে গেছে, তার পরিবারের কষ্ট কেউ বোঝে না। স্বাধীন তদন্ত কমিশন গঠন হলে, গুমের অভিযোগগুলো তদন্ত হবে। যারা দোষী তারা শাস্তি পাবে। ক্রসফায়ারের ঘটনাও কমে আসবে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    আরপিও সংশোধনী বিল পাস হলে ইসির ক্ষমতা আরও খর্ব হবে: টিআইবি

    ভোটের সময় হয়রানিমূলক কোনো মামলা নয়: সংসদে আইনমন্ত্রী

    বিদ্যুতের কষ্ট ১৫ দিন পর আর থাকবে না: প্রধানমন্ত্রী

    ৬ কংগ্রেসম্যানের চিঠি: বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন নিয়ে ‘যুক্তরাষ্ট্র অনড়’

    ইসির ক্ষমতা সীমিত করে আরপিও বিল সংসদে, আপত্তি কণ্ঠভোটে নাকচ

    নতুন দল নিবন্ধনে কোনো ছাড় নেই: ইসি আলমগীর

    ঢাকায় সমাবেশ করার অনুমতি পেল জামায়াত

    ফ্রান্সে ছুরি হামলার ঘটনায় আলোচনার কেন্দ্রে এখন ‘ব্যাকপ্যাক হিরো’

    পৌরসভা ও ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

    বহিষ্কৃত প্রার্থীদের পক্ষে কাজ করলে ব্যবস্থা, বিএনপির মনিটরিং সেল গঠন

    বিএনপির সঙ্গে সংলাপের আশার প্রদীপ নিভে যায়নি: কাদের

    অপাত্রে ভোট দিয়ে আর ধোঁকা নয়: খুলনায় হাতপাখার প্রার্থী