Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

রমজানের আগে শান্তির লক্ষ্যে ইসরায়েল-ফিলিস্তিন বৈঠক

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৮:৫৯

ইসরায়েল-ফিলিস্তিন বৈঠক। ছবি: এএফপি  রমজানের আগে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আজ রোববার মিশরের শার্ম আল-শেখে বৈঠক করেছেন ইসরায়েল-ফিলিস্তিনের কর্মকর্তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মিশরের মধ্যস্থাতায় এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জর্ডানের সমর্থন ছিল। এই সপ্তাহের শেষে শুরু হতে যাচ্ছে মুসলিমদের পবিত্র রমজান মাস। রমজানে যেন বাড়তে থাকা সহিংসতা কমে আসে এবং শান্তি প্রতিষ্ঠিত হয় সে লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

এর আগে জর্ডানের আকাবায় গত ২৬ ফেব্রুয়ারি ইসরায়েল-ফিলিস্তিনি কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেটি ছিল চলতি বছর দুই দেশের মাঝে প্রথম বৈঠক। বৈঠকে সহিংসতা প্রশমনে দুই দেশ প্রতিশ্রুতি দিলেও বৈঠকের পর সহিংসতা কমে আসার প্রবণতা লক্ষ্য করা যায়নি। 

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সহিংসতা বাড়তে থাকার যে প্রবণতা সেটি কমাতে দুই পক্ষের মাঝে এই বৈঠকের আয়োজন করা হয়। 

উল্লেখ্য, গত এক বছরে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে হাজার হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। বেসামরিক নাগরিকসহ নিহত হয়েছেন দুই শতাধিক ফিলিস্তিনি। একই সময়ে ৪০ জনেরও বেশি ইসরায়েলি এবং তিনজন ইউক্রেনীয় নিহত হয়েছেন। 

এর আগে গত বছর রমজানে মসজিদুল আকসায় ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়। সে সময় তিন শতাধিক ফিলিস্তিনি আহত হন। এর আগের বছর রমজানের সময়ও সংঘর্ষ হয়। সেই বছর ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে ১১ দিনব্যাপী যুদ্ধ হয়েছিল।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে রমজান শুরু বৃহস্পতিবার

    লিবিয়ায় খোয়া যাওয়া ইউরেনিয়ামের সন্ধান মিলেছে

    ইসরায়েলি বাহিনীর গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত

    লিবিয়া থেকে ২.৫ টন ইউরেনিয়াম উধাও

    ২২ হাজার কারাবন্দী বিক্ষোভকারীকে ক্ষমা ইরানের

    সাপ্তাহিক ছুটি তিন দিন করার কথা ভাবছে সৌদি আরব

    স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর কমল ১১০০

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    ১২ দফা নিয়ে আলোচনার আশ্বাস

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড