Alexa
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

ট্রাম্প গ্রেপ্তার হতে পারেন মঙ্গলবার

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৪:০৪

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি গ্রেপ্তার হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, মঙ্গলবার নাগাদ তাঁকে গ্রেপ্তার করা হতে পারে। তেমন কিছু হলে সমর্থকদের বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসার আহ্বানও জানিয়েছেন সাবেক এই প্রেসিডেন্ট।

বিবিসির খবরে জানা যায়, সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে গোপনে অর্থ প্রদানের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় আগামী মঙ্গলবার তাঁকে অভিযুক্ত করা হতে পারে, বিভিন্ন গণমাধ্যমে এ ধরনের খবর প্রকাশের ভিত্তিতেই ট্রাম্প গ্রেপ্তারের আশঙ্কা করছেন বলে জানান তাঁর একজন আইনজীবী।

যদি সত্যিই ট্রাম্পকে অভিযুক্ত করা হয়, তবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সাবেক কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে এটিই হবে প্রথম ফৌজদারি মামলা। দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার যে স্বপ্ন ট্রাম্প দেখছেন, তার ওপরও এটি ‍গুরুতর প্রভাব ফেলবে।

পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের অভিযোগ, তাঁর সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্কের বিষয়ে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মুখ না খুলতে বড় অঙ্কের অর্থ দেওয়া হয়েছিল।

স্টর্মি ড্যানিয়েলসের মামলা ছাড়াও ৭৬ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগের তদন্ত চলছে। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প। এ ছাড়া মামলার কোনোটিতেই অভিযুক্ত হননি তিনি।

পর্নো তারকার সঙ্গে সম্পর্কের ঘটনাটি অনেক আগের বলে দাবি করা হলেও বিষয়টি জানাজানি হয় ২০১৮ সালে। ওই ঘটনা ধামাচাপা দিতে স্টর্মি ড্যানিয়েলসকে বিভিন্নভাবে চাপ, হুমকি ও নির্বাচনের আগমুহূর্তে অর্থ প্রদানের ঘটনাবহুল তথ্য উঠে আসে পরবর্তী সময়ে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    যুক্তরাষ্ট্রের কংগ্রেসে তোপের মুখে টিকটক সিইও

    রাহুল গান্ধীর কারাদণ্ড নিয়ে বিরোধীদের বৈঠক আজ

    অস্ত্র কেনায় শীর্ষ ১০ দেশ, শীর্ষ রপ্তানিকারক যারা

    মানহানির মামলায় রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ড

    কানাডায় জনসংখ্যা বাড়াচ্ছে অভিবাসন

    যুক্তরাষ্ট্রে দুই স্কুলকর্মীকে গুলি করে পালাল শিক্ষার্থী

    সুন্দরগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

    কেশবপুরে ছড়িয়ে পড়েছে গরুর ‘লাম্পি স্কিন’ রোগ, চিকিৎসায় ভরসা কবিরাজ

    সূর্যমুখীর হাসিতে লাখ টাকার স্বপ্ন

    মারা গেছেন ‘পরিণীতা’র পরিচালক প্রদীপ সরকার

    সিলেট সিটি নির্বাচন: সরব আ.লীগে বিভক্তি, নিষ্ক্রিয় বিএনপি

    রেকর্ড গড়ে গর্বিত রোনালদো