খুলনার কয়রায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক মুন্ডা সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার গ্লোবাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চের (জিডিআরআই) আয়োজনে কয়রা সুন্দরবন বালিকা স্কুলের হলরুমে ৬০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দেওয়া হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বাকী বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে দেন আশাশুনি সরকারি কলেজের প্রভাষক মো. রফিকুল ইসলাম, কয়রা সুন্দরবন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খয়রুল আলম, গ্লোবাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চের (জিডিআরআই) প্রোগ্রাম হেড আশিকুজ্জামান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি শেখ মনিরুজ্জাম মনু ও সাধারণ সম্পাদক রিয়াছাদ আলী।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে