ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৭ এবং পরের দুই ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি লিটন দাস। টি-টোয়েন্টি সিরিজেও প্রথম দুই ম্যাচে ব্যাট হাসেনি তাঁর। প্রথম টি-টোয়েন্টিতে করেছিলেন ১২ রান, দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯। সিরিজজুড়ে দুর্দান্ত খেলা বাংলাদেশের আফসোসের জায়গা রইল না লিটন রানে ফেরায়।
আজ মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে লিটন ফিরেছেন স্বরূপে। ৪১ বলে তুলে নিয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের নবম ফিফটি। মিরপুরে তাঁর ব্যাটে বাংলাদেশও ছুটছে বড় সংগ্রহের পথে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৪.৪ ওভারে ১ উইকেটে ১২৯ রান। লিটন ৭০ ও নাজমুল হোসেন শান্ত ২৭ রানে অপরাজিত আছেন।
এর আগে ২৪ রানে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন ওপেনার রনি তালুকদার। রনি-লিটনের ওপেনিং জুটিতে ভালো শুরু পায় বাংলাদেশ। ৭.৩ ওভারে দুজনে মিলে তোলেন ৫৫ রান।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে