Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

নতুন ফোল্ডেবল ফোন আনছে শাওমি, থাকছে পেরিস্কোপ ক্যামেরা 

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৪:০১

শাওমি মিক্স ফোল্ড ২। ছবি: সংগৃহীত  বাজারে নিজেদের ফোল্ডেবল ফোন ‘মিক্স ফোল্ড ৩’ আনছে প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। বিগত বছরের আগস্টে বাজারে আসে শাওমির মিক্স ফোল্ড-২। এরই পরবর্তী সংস্করণ নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে, আগামী আগস্টেই বাজারে আনা হবে এই ফোন। ফোনটিতে চমক হিসেবে থাকছে পেরিস্কোপ ক্যামেরা।

গিজমোচায়নার প্রতিবেদন অনুযায়ী, এখনো নিশ্চিত করে ফোনটির কনফিগারেশন না জানা গেলেও ধারণা করা হচ্ছে, ইউএসবি ৩.২ পোর্ট ব্যবহার করা হতে পারে এই ফোনে। এ ছাড়া ১৬ জিবি র‌্যাম এলপিডিডিআর৫ এক্স র‍্যাম ও ৫১২ জিবি বা ১ টেরাবাইট ইউএফএস ৪.০ স্টোরেজ থাকবে ফোনটিতে।

ধারণা করা হচ্ছে, পেরিস্কোপ ক্যামেরা ব্যবহার করা হবে নতুন এই মডেলে। এ ছাড়া আগের মডেলটির মতোই ছোট এবং লাইট ডিজাইনের আন্ডার-স্ক্রিন ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এটিতে। ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছিল আগের ফোল্ডেবল ফোনটিতে, যা এসেছিল ৬৭ ওয়াটের চার্জিং সাপোর্টের সঙ্গে। তবে নতুন ফোনের ব্যাটারি বা চার্জিং সম্বন্ধে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

সম্প্রতি ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আনার সিদ্ধান্ত নেয় ওয়ানপ্লাস। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশঅ্যাবলের প্রতিবেদন অনুযায়ী, স্পেনের বার্সেলোনা শহরে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নতুন ঘোষণা দিয়েছে ওয়ানপ্লাস। স্যামসাং, অপ্পো, মটোরোলাকে পাল্লা দিতে প্রথমবারের মতো ফোল্ডেবল ফোন আনতে চলেছে প্রতিষ্ঠানটি। সঠিক তারিখ ঘোষণা না করা হলেও ধারণা করা হচ্ছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে উন্মোচন হতে পারে ফোনটি।

ওয়ানপ্লাসের প্রেসিডেন্ট ও সিওও কিন্ডার লিউ ইন বলেন, ‘নতুন ফোল্ডেবল স্মার্টফোন আরও দ্রুতগতির ও ভালো অভিজ্ঞতা দেবে ব্যবহারকারীদের। ওয়ানপ্লাসের অন্যতম ফ্ল্যাগশিপ মডেলও হতে চলেছে এটি।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    বিশ্ব কবিতা দিবস: কেমন কবিতা লিখছে কৃত্রিম বুদ্ধিমত্তা

    বেসিসে কৃত্রিম বুদ্ধিমত্তা’র ওপর প্রশিক্ষণ সেশন আয়োজিত   

    অ্যাপল ও গুগলকে টেক্কা দিতে মাইক্রোসফটের এক্সবক্স মোবাইল গেমিং স্টোর 

    গুগল মাতৃত্বকালীন ছুটিতে ছাঁটাই হওয়া কর্মীদের বেতন দেবে না 

    এবার ৯ হাজার কর্মী ছাঁটাই করবে আমাজন

    আগুনভেদে নেভানোর ধরন

    স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর কমল ১১০০

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    ১২ দফা নিয়ে আলোচনার আশ্বাস

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড