Alexa
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

ভূমিকম্প: তুরস্কে তীব্র ঠান্ডায় উদ্ধার ব্যাহত, বাড়ছে ক্ষোভ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০০:২৮

আটকে পড়াদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। ফাইল ছবি তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুর মিছিল কেবলই বাড়ছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ হাজার ৫৮৭ জন মানুষের। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারীরা। অনেক স্থানেই উদ্ধারকারী দল পৌঁছাতেই পারেনি। স্বজনহারা ও নিখোঁজদের পরিবারের সদস্যরা বলছেন, কর্তৃপক্ষ অপ্রতুল উদ্যোগ নিয়েছে, উদ্ধারকাজ চলছে ধীর গতিতে। 

আরজু দেদেওগ্লু নামের এক নারী গত রাতে দক্ষিণ তুরস্কের ইস্কেন্দেরুনের নুমুনে জেলায় বিবিসির এক প্রতিবেদককে বলেন, ‘আমার ভাইয়ের দুই মেয়ে আয়েসেগুল এবং ইলায়দা ধ্বংসস্তূপের নিচে আটকা আছে। একদিন পার হলেও কোনো উদ্ধারকর্মী আসেননি। আমি নিশ্চিত, দুই বুকের মানিক আর বেঁচে নেই। উদ্ধারকর্মীরা কেন আগে এল না?’ 

দক্ষিণাঞ্চলীয় শহর আন্তাক্যায় বেঁচে যাওয়া ৬৪ বছর বয়সী নারী মেলেক জিজ্ঞাসা করেছিলেন, ‘তাঁবুগুলো কোথায়, খাবারের ট্রাকগুলো কোথায়?’ 

উদ্ধারকারীরা সতর্ক করে বলছেন, আটকে পড়া ব্যক্তিদের জীবিত উদ্ধারের সম্ভাবনা দ্রুত ফুরিয়ে যাচ্ছে। 

এদিকে বুধবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, তীব্র ঠান্ডায় উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। 

দক্ষিণ তুরস্কের গাজিয়ানটেপ থেকে বিবিসিকে দাতব্য সংস্থার এক ব্যক্তি বলেন, ‘বৈরী আবহাওয়ায় যানবাহন নির্দিষ্ট এলাকায় পৌঁছাতে পারছে না।’ 

দুর্যোগ ব্যবস্থাপনার অভিজ্ঞতা থেকে দাতব্য সংস্থার সেই ব্যক্তি বলেন, এ ধরনের একটি দুর্ঘটনার পর ‘সর্বদা বিশৃঙ্খলা’ দেখা দিয়ে থাকে। কিন্তু বিষয়গুলো ধীরে ধীরে আরও উন্নতি হবে। স্থানীয় মানুষ, সরকার, পুলিশ, মিলিটারি, এনজিও এবং স্বেচ্ছাসেবকেরা কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও এগিয়ে আসছে। ধীরে ধীরে বিষয়গুলোর উন্নতি হবে। 

ভূমিকম্পের পর ঠান্ডা ও ক্ষুধায় মানবেতর জীবনযাপন করছে তুরস্কের মানুষ। হাতায় প্রদেশের আনতাকইয়ার ৬৪ বছর বয়সী এক বাসিন্দা বলেন, ‘আমি ভূমিকম্পে প্রাণে বেঁচে গেছি। কিন্তু আমরা এখানে এখন ঠান্ডা ও ক্ষুধার কারণে মারা যাব।’ 

তুরস্কের পূর্ব আনাতোলিয়া অঞ্চলের শহর মালত্যার বাসিন্দা মুরাত আলিনাকের বাড়িটি ভূমিকম্পে ধসে পড়েছে। গতকাল পর্যন্ত তাঁর স্বজনেরা নিখোঁজ ছিলেন। ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, ‘সাহায্যের জন্য একজনও নেই। আমরা বরফের মধ্যে। গৃহহীন; বলতে গেলে কিছুই নেই। আমি কী করব। কোথায় যাব?’ 

মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা বলছেন, উদ্ধার তৎপরতা এতটাই ধীর গতির যে নিরুপায় হয়ে স্বজনদের খোঁজে ধ্বংসাবশেষে তারাই তল্লাশি শুরু করেছেন। 

সমালোচনার জেরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গতকাল বুধবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কাহরামানমারাস প্রদেশে ত্রাণ তৎপরতা দেখতে সফর করেছেন। তিনি এ সময় ভূমিকম্পের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নানা অসুবিধা হয়েছে, তা স্বীকার করেন। তবে এ জন্য ক্ষতিগ্রস্ত সড়কপথ ও বিমানবন্দরকে দায়ী করেন এরদোয়ান। 

আর তুরস্কের রেড ক্রিসেন্টের প্রধান উদ্ধার কার্যক্রমের পক্ষে সাফাই গেয়ে বলেন, এমন জায়গা নেই যেখান উদ্ধারকারীরা যেতে পারবেন না। 

উল্লেখ্য, তুরস্ক ও সিরিয়ার গত সোমবার ভোরের ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে গুঁড়িয়ে যায় দুই দেশের হাজার হাজার হাসপাতাল, স্কুল ও অ্যাপার্টমেন্ট ভবন। এতে গৃহহীন হয়ে পড়ে দেশ দুটির বিপুলসংখ্যক লোক। উদ্ভূত প্রেক্ষাপটে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ১০ প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন। তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ার উত্তরাঞ্চলে ঘটা এই ভূমিকম্পে গতকাল বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত ১১ হাজারের বেশি লোকের প্রাণহানির খবর পাওয়া গেছে। 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ন্যাটোর সদস্য হতে ফিনল্যান্ডের আর কোনো বাধা নেই

    ডেনমার্কে পাড়ি জমিয়ে চাকরির সুবর্ণ সুযোগ

    শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে হাসপাতালে পোপ ফ্রান্সিস

    স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন হামজা ইউসুফ

    স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফ

    সিরিয়ায় মার্কিন হামলার নিন্দা জানাল ইরান

    শ্রীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে চালকের মৃত্যু

    বান্দরবানে ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি

    পাকিস্তানে জাকাত বিতরণের সময় পদদলিত হয়ে ১১ নারী-শিশুর মৃত্যু

    মেয়েকে নিয়ে প্রথমবার ভারতে প্রিয়াঙ্কা

    এবার ভোট চুরি করতে দেবে না বিএনপি: আমীর খসরু

    নান্দাইলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার