Alexa
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

বিজিবির প্রতিবাদে বন্ধ হলো হিলি সীমান্তে বিএসএফের কাঁটাতার নির্মাণ

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ২০:০২

দিনাজপুরের হিলি সীমান্তে আন্তর্জাতিক রীতি অমান্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতার নির্মাণের চেষ্টা করলে তাদের বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: আজকের পত্রিকা দিনাজপুরের হিলি সীমান্তে আন্তর্জাতিক রীতি অমান্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতার নির্মাণের চেষ্টা করলে তাদের বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে দুই বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে নির্মাণকাজ স্থগিত করা হয়। 

আজ মঙ্গলবার দুপুরে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ২২ নম্বর সাব পিলারসংলগ্ন ফকিরপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। 

এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার সাইদুল ইসলাম। 

বিজিবি বলছে, মঙ্গলবার দুপুরে হিলি সীমান্তের ভারতীয় অংশে কাঁটাতার দেওয়ার জন্য পিলার স্থাপনের কাজ শুরু করে বিএসএফ। কিন্তু সীমান্তের আন্তর্জাতিক রীতি অনুযায়ী নো-ম্যানস ল্যান্ডের ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা করা যাবে না। সে আইন অমান্য করে কাজ শুরু করে বিএসএফ। এ সময় বিজিবি তাদের এই কাজে বাধা দেয়। 

পরে বেলা তিনটার দিকে সীমান্তের ওই স্থানে বিএসএফ ও বিজিবির মধ্যে ১০ মিনিটব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে কাঁটাতার নির্মাণের কাজ স্থগিত ঘোষণা করা হয়। বিজিবির পক্ষে সুবেদার সাইদুল ইসলাম ও বিএসএফের পক্ষে বিসি জোশি নেতৃত্ব দেন। 

এ বিষয়ে বিজিবি ক্যাম্প কমান্ডার সাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আন্তর্জাতিক আইন অমান্য করে সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য পিলার স্থাপন করছিল। আমরা বিজিবির পক্ষ থেকে সেটি বাধা দিই। ভারতীয় বিএসএফের ক্যাম্প কমান্ডার বিসি জোশিকে আমরা বলেছি- ‘আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। বর্তমানে উভয় কর্তৃপক্ষ কাজ বন্ধ রাখার জন্য একমত পোষণ করেছেন। বিষয়টি আপনারা নিশ্চিত হতে পারেন। পরে বিএসএফ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কাজ বন্ধ রাখে।’ 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    গৌরনদীতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে জখম যুবদল নেতা 

    হাতীবান্ধায় বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

    উত্তরা-আগারগাঁও রুটে চালু হলো মেট্রোরেলের সব স্টেশন

    ফকিরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১

    নাটোরে বিএনপির ইফতার ঠেকাতে আ.লীগের ‘শান্তি সমাবেশ’, মঞ্চ ভাঙচুর

    রাণীনগরে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ 

    গৌরনদীতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে জখম যুবদল নেতা 

    সারা দেশে ঝড়-বৃষ্টির শঙ্কা, পড়তে পারে শিলা

    ভারতে মন্দিরের কূপের ছাদ ধসে ৩৫ জনের মৃত্যু

    হাতীবান্ধায় বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

    ৪৫ জন নেবে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট

    ফ্লাইটে প্রবাসীর মৃত্যু: বৈমানিকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিমান