Alexa
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

১১৩ শিক্ষার্থীকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নিল ঢাবি

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ২৩:৫৫

ছবি: সংগৃহীত বিভিন্ন অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১৩ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন সিন্ডিকেট। এর মধ্যে চারজনকে স্থায়ী বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে। 

আজ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। 

সভা সূত্র জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গত বছরের ৩১ অক্টোবর রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে হেনস্তা, অসদাচরণ ও বিভিন্ন শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. নাজমুল আলম ওরফে জিম নাজমুলকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। 

এ ছাড়া, পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও অন্যান্য অপরাধের দায়ে তিনজন শিক্ষার্থীকে স্থায়ীভাবে এবং ১০৯ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। 

এ ব্যাপারে অধ্যাপক মাকসুদ কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘ডিসিপ্লিনারি বোর্ডের সিদ্ধান্ত সুপারিশ হিসেবে গ্রহণ করে ১১৩ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। ১১৪ জনকে শাস্তির জন্য সুপারিশ করেছিল ডিসিপ্লিনারি বোর্ড, এর মধ্যে ১১৩ জনকে শাস্তির জন্য চূড়ান্ত সিদ্ধান্ত হয়। একজনের বিষয়ে রিভিউ হবে, পরবর্তী মিটিংয়ে তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’ 

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদসহ সিন্ডিকেটের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    বাজারে যাওয়ার পথে নিখোঁজ, গলার সঙ্গে হাঁটু বাঁধা অবস্থায় লাশ উদ্ধার

    মাছ-ভাতের স্বাধীনতা তুলে ধরা কি অপরাধ: বিক্ষোভে জাবি শিক্ষার্থীরা

    বন্ধুসহ নিজের স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবক কারাগারে

    ঘরের মধ্যে গৃহবধূর লাশ রেখে পালাল স্বামী ও তাঁর পরিবার

    পদ্মায় ভাসছিল যুবকের অর্ধগলিত মরদেহ

    শ্রীপুরে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় প্রকৌশলীসহ গ্রেপ্তার ২ 

    বাজারে যাওয়ার পথে নিখোঁজ, গলার সঙ্গে হাঁটু বাঁধা অবস্থায় লাশ উদ্ধার

    কার্ড ছাড়া টিসিবির পণ্য না দেওয়ায় ইউপি সদস্যসহ ৩ জনকে মারধর

    লিফটের গর্তে শিশুর লাশ: ভবন মালিকের বিরুদ্ধে মামলা

    তিন মাসে নির্যাতন ও হয়রানির শিকার ৫৬ সাংবাদিক: আসক

    সাকিবরা আইপিএলে খেলার সুযোগ পাবেন কি না সংশয় পাপনের

    আয় বলতে সম্বল বড় ছেলের গানের গলা