Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

বলিউড তারকাদের নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১৩:৫৬

শহীদ কাপুর, আনুশকা শর্মা, হৃতিক রোশন, আলিয়া ভাট, সালমান খান, দীপিকা, শিল্পা শেঠি, জ্যাকুলিন, সাইফ আলি খান বলিউডে হরহামেশাই দেখা যায় বড় তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পণ্যের দূতিয়ালি করছেন। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এই অবস্থার পরিবর্তন এসেছে। এখন অনেক তারকাই হাজির হচ্ছেন নিজেদের ব্র্যান্ড নিয়ে। এসব ব্র্যান্ডে থাকছে শিশু থেকে শুরু করে খেলাধুলার বিভিন্ন ধরনের পোশাক।

প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের ব্র্যান্ডগুলো কীভাবে টিকিয়ে রাখা যায়, সে বিষয়ে যথেষ্ট ধারণা নিয়েই আটঘাট বেঁধে মাঠ নেমেছেন তারকারা। শুধু সুন্দর মুখশ্রী দিয়ে নয়, বরং মানসম্পন্ন পণ্যের মাধ্যমে বেশ ভালোভাবে টিকে আছে এই ব্র্যান্ডগুলো।

হৃতিক রোশন হৃতিক রোশনের ‘এইচআরএক্স’
ভারতের প্রথম স্বদেশি ফিটনেস ব্র্যান্ড এইচআরএক্স। ২০১৩ সালে হৃতিক রোশন ব্র্যান্ডটি বাজারে নিয়ে আসেন। এইচআরএক্স ওয়ার্কআউটের জন্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য, যেমন অ্যাকটিভ ওয়্যার, আনুষঙ্গিক, ফিটনেস ট্র্যাকার সরঞ্জাম সরবরাহের পাশাপাশি স্বাস্থ্যসম্মত খাদ্য পরিকল্পনা নিয়েও কাজ করে থাকে।

আনুশকা শর্মা আনুশকা শর্মার ‘নুশ’
আনুশকা শর্মা ২০১৩ সালে তাঁর ভাই কারনেশ শর্মার সঙ্গে জোটবদ্ধ হয়ে ‘ক্লিন স্লেট ফিল্মজ’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলেন। এর চার বছর পর ২০১৭ সালে আনুশকা হাজির হন ‘নুশ’ নামের একটি ফ্যাশন ব্র্যান্ড নিয়ে। খেলাধুলা থেকে শুরু করে স্লোগানধর্মী টি-শার্ট, নারীদের প্রায় সব ধরনের ফ্যাশনসামগ্রী পাওয়া যায় নুশে। আর এসব পণ্য কিনতে হলে ঢুঁ মারতে হবে ফ্লিপকার্ট, আমাজন ফ্যাশনের মতো ই-কমার্স সাইটগুলোতে।

দীপিকা পাডুকোন দীপিকার ‘অল অ্যাবাউট ইউ’
২০১৫ সালের দিকে দীপিকা পাডুকোন সাশ্রয়ী মূল্যের ফ্যাশন ব্র্যান্ড ‘অল অ্যাবাউট ইউ’ নিয়ে কাজ শুরু করেন। এই ব্র্যান্ড ১৮ থেকে ৩৫ বছর বয়সী ক্রেতাদের লক্ষ্য করে বাজারে নতুন নতুন পণ্য নিয়ে আসে। ‘অল অ্যাবাউট ইউ’ মিন্ত্রার সঙ্গে যুক্ত হয়ে মূলত এসব পণ্য বিক্রি করে। তবে শোনা যায়, মিন্ত্রা এখন আনুশকার ব্র্যান্ডটির শতভাগ অংশীদার।

আলিয়া ভাট আলিয়ার ‘এড-আ-মাম্মা’
শিশুদের জন্য উপযোগী আলিয়া ভাটের ফ্যাশন ব্র্যান্ড ‘এড-আ-মাম্মা’। এখানে ২ থেকে ১৪ বছর বয়সী শিশুদের জন্য টেকসই ও ভালো মানের পোশাক পাওয়া যায়।

সালমান খান সালমান খানের ‘বিয়িং হিউম্যান’
২০০৭ সালে সালমান খান মুম্বাইভিত্তিক দাতব্য সংস্থা দ্য বিয়িং হিউম্যান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এই সংস্থা চালানোর জন্য সালমান খান গড়ে তোলেন ফ্যাশন ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান’। এর পণ্যগুলো ব্র্যান্ডটির ওয়েবসাইটের পাশাপাশি ভারতে ছড়িয়ে থাকা ফ্ল্যাগশিপ স্টোরগুলোতে পাওয়া যায়। ঢাকার বনানীতেও বিয়িং হিউম্যানের আউটলেট আছে।

সাইফ আলি খান সাইফ আলি খানের ‘হাউস অব পতৌদি’
পতৌদি বংশের ছেলে সাইফ আলি খান ‘মিন্ত্রা’র সঙ্গে জোটবদ্ধ হয়ে নিয়ে আসেন ফ্যাশন ব্র্যান্ড ‘হাউস অব পতৌদি’। এখানে ভারতীয় উৎসব ও বিভিন্ন অনুষ্ঠানের পোশাক পাওয়া যায়।

জ্যাকুলিন ফার্নান্দেজ জ্যাকুলিনের ‘জাস্ট এফ’
২০১৭ সালে জ্যাকুলিন ফার্নান্দেজ শ্রীলঙ্কায় অ্যাক্টিভ ওয়্যার ফ্যাশন ব্র্যান্ড ‘জাস্ট এফ’ নিয়ে আসেন। মূলত আরামদায়ক পোশাক সরবরাহ করে ‘জাস্ট এফ’। ব্র্যান্ডটির সব পণ্য পাওয়া যায় ই-কমার্স সাইট আমাজনে ।

শহীদ কাপুর শহীদ কাপুরের ‘স্কাল্ট’
শহীদ কাপুরের ‘স্কাল্ট’কে ভারতের প্রথম ক্রীড়াবিষয়ক ব্র্যান্ড হিসেবেও ডাকা হয়। আদিত্য বিড়লা গ্রুপের ই-কমার্স সাইট অ্যাবোফ ডট কমে আত্মপ্রকাশ ঘটে স্কাল্টের। শহীদ কাপুর ব্র্যান্ডটির সুতা থেকে টি-শার্টের জন্য কাপড় কাটা, প্রায় সব খুঁটিনাটি নিজে তদারক করেন। মিন্ত্রা, প্যান্টালুন্স, ফ্লিপকার্ট ছাড়াও বিভিন্ন ফ্যাশন স্টোরে স্কাল্টের পোশাক পাওয়া যায়।

শিল্পা শেঠি শিল্পা শেঠির ‘ড্রিম এসএস’
বেশ কয়েক বছর আগে শিল্পা শেঠি নিজের ফ্যাশন ব্র্যান্ড ‘ড্রিম এসএস’ নিয়ে হাজির হন। বিভিন্ন বয়সের প্রায় সব ধরনের নারীর জন্য ফ্যাশনেবল ও আরামদায়ক পোশাক পাওয়া যায় ‘ড্রিম এসএস’-এ।

এ ছাড়া টাইগার শ্রফের ‘প্রাউল’, সোনম কাপুর ও রিয়া কাপুরের ‘রেসান’ নামে নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড রয়েছে।

সূত্র: কসমোপলিটান ইন্ডিয়া

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     
    সুগন্ধ দিবস

    বিচিত্র গন্ধ, বিচিত্র অনুভূতি

    আজকের রাশিফল

    সুখ দিবস

    প্রিয়জনকে সুখী করতে পারে যে ৫টি কাজ

    রূপ বটিকা: ওজন কমাতে সুষম খাবার খান

    চিন্তাধারায় এগিয়ে চলাই আধুনিকতা

    হয়ে গেল এফডিসিবি বাংলাদেশ ফ্যাশন সপ্তাহ

    স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর কমল ১১০০

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    ১২ দফা নিয়ে আলোচনার আশ্বাস

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড