দেশের ৯৯ শতাংশ মানুষ এখন আওয়ামী লীগের বিদায় চায় বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অভিযোগ করেন ‘সরকার ছলে-বলে-কৌশলে/// রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ শনিবার বিকেলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফখরুল। ‘বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার শীর্ষক’ এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘সরকার ছলেবলেকৌশলে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। এ ক্ষমতা টেকে না, এটা চোরাবালির মধ্যে দাঁড়িয়ে থাকা। তাদের পতন অবশ্যই হবে। জনগণের মধ্যে যে চেতনার সৃষ্টি হয়েছে, জনগণ যেভাবে এগিয়ে আসতে শুরু করেছে, নিঃসন্দেহে আমরা বিজয়ী হব। দেশের ৯৯ শতাংশ মানুষ এখন চায় আওয়ামী লীগ বিদায় হোক।’
শুধু সভা করে, কথা বলে এই ভয়াবহ ফ্যাসিবাদ থেকে রক্ষা পাব না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে আমাদের রাস্তায় নামতে হবে। আজকে ফ্যাসিবাদের হাত থেকে দেশকে বাঁচাতে সামগ্রিক একটা লড়াই শুরু হয়েছে। এ লড়াইটা শুধু বিএনপির একার নয়। এটা জনগণের লড়াই। আমরা ইতিমধ্যে সেই লড়াই শুরু করেছি এবং আমাদের প্রত্যেকটি কর্মসূচি সফল হয়েছে জনগণকে সঙ্গে নিয়ে।’
গ্রেপ্তার-মামলা দিয়ে সরকারের শেষ রক্ষা হবে না বলে হুঁশিয়ারি দিয়ে ফখরুল বলেন, ‘এরা (সরকার) ভেবেছে গ্রেপ্তার করে, মিথ্যা মামলা দিয়ে, মানুষকে প্রতারিত করে চিরদিন ক্ষমতায় টিকে থাকবে।’
সরকারকে উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘১০ দফার মূল কথা হচ্ছে বিদায় হও। অনেক হয়েছে, জনগণের রক্ত শোষণ করেছ। জনগণের অধিকার কেড়ে নিয়েছ। এবার দয়া করে বিদায় হও।’
বিএনপির পদযাত্রা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনায় ফখরুল বলেন, ‘আজকের পদযাত্রা—এটা নাকি মরণযাত্রা। অদ্ভুত! এই ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করা, একটা তামাশা সৃষ্টি করা।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে