
বাংলাদেশের এক স্টাইলিশ সুপারস্টার, রঙিন দুনিয়ায় তাঁর জনপ্রিয়তা যখন তুঙ্গে, তখন হঠাৎ একদিন গলায় ফাঁস দিয়ে তাঁর মৃত্যুর খবরে উত্তাল গোটা দেশ। সবার মনে প্রশ্ন, দেশের আনাচে-কানাচে যার লক্ষ লক্ষ ভক্ত, সেই নায়ক এত তারকাখ্যাতির মধ্যেও কেন আত্মহত্যা করবেন। একি সত্যিই কি আত্মহত্যা নাকি হত্যা।
গত শতকের নব্বুইয়ের দশকের আগে পরে চলচ্চিত্র যারা দেখেছেন বা খোঁজখবর রাখেন, তাদের কাছে এই গল্পের প্রেক্ষাপট খুবই পরিচিত মনে হবে। এখনকার অনেক তরুণের কাছে এটা একটা সাধারণ কাল্পনিক গল্পের প্লট মনে হতে পারে। কিন্তু না, এই ওয়েব সিরিজের মৃত্যুর ঘটনার সঙ্গে ঢালিউডের সুপারস্টার সালমান শাহের মৃত্যুর ঘটনার মিল আছে।
বুকের মধ্যে আগুন’ নামে ওয়েব সিরিজটি ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমানের মৃত্যুর ঘটনাকে উপজীব্য করে তৈরি করা না হলেও কল্পনাধর্মী এই সিরিজের সঙ্গে তার মিল পাওয়া যাবে বলে পরিচালক এর মধ্যেই জানিয়েছেন। এটি আগামী মাসে মুক্তি পাবে। এতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে প্রধান চরিত্রে দেখা যাবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু এটি পরিচালনা করেছেন। আগামী ১৭ ফেব্রুয়ারি সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশে মুক্তি পাবে বলে আজ শনিবার ঘোষণা করা হয়।
গত ২৩ জানুয়ারি প্রকাশিত এর টিজারে দেখা যায়, রহস্যমোড়া এই মৃত্যুর জট খুলতে নেমেছেন এসপি গোলাম মামুন চরিত্রে অপূর্ব, তার উপস্থাপন নজর কেড়েছে দর্শকদের। সিরিজের পোস্টার শেয়ার করে অপূর্ব ফেসবুকে লিখেছেন, ‘এসপি গোলাম মামুন কি পারবে এই অন্ধকার রহস্যের সুরাহা করতে?’
‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজে আরও অভিনয় করছেন– তারিক আনাম খান, গাজী রাকায়েত, তানিয়া আহমেদ, তৌকীর আহমেদ, ইয়াশ রোহান, তমা মির্জা, শাহনাজ সুমি, তানভীর প্রমুখ।

বাংলাদেশের এক স্টাইলিশ সুপারস্টার, রঙিন দুনিয়ায় তাঁর জনপ্রিয়তা যখন তুঙ্গে, তখন হঠাৎ একদিন গলায় ফাঁস দিয়ে তাঁর মৃত্যুর খবরে উত্তাল গোটা দেশ। সবার মনে প্রশ্ন, দেশের আনাচে-কানাচে যার লক্ষ লক্ষ ভক্ত, সেই নায়ক এত তারকাখ্যাতির মধ্যেও কেন আত্মহত্যা করবেন। একি সত্যিই কি আত্মহত্যা নাকি হত্যা।
গত শতকের নব্বুইয়ের দশকের আগে পরে চলচ্চিত্র যারা দেখেছেন বা খোঁজখবর রাখেন, তাদের কাছে এই গল্পের প্রেক্ষাপট খুবই পরিচিত মনে হবে। এখনকার অনেক তরুণের কাছে এটা একটা সাধারণ কাল্পনিক গল্পের প্লট মনে হতে পারে। কিন্তু না, এই ওয়েব সিরিজের মৃত্যুর ঘটনার সঙ্গে ঢালিউডের সুপারস্টার সালমান শাহের মৃত্যুর ঘটনার মিল আছে।
বুকের মধ্যে আগুন’ নামে ওয়েব সিরিজটি ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমানের মৃত্যুর ঘটনাকে উপজীব্য করে তৈরি করা না হলেও কল্পনাধর্মী এই সিরিজের সঙ্গে তার মিল পাওয়া যাবে বলে পরিচালক এর মধ্যেই জানিয়েছেন। এটি আগামী মাসে মুক্তি পাবে। এতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে প্রধান চরিত্রে দেখা যাবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু এটি পরিচালনা করেছেন। আগামী ১৭ ফেব্রুয়ারি সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশে মুক্তি পাবে বলে আজ শনিবার ঘোষণা করা হয়।
গত ২৩ জানুয়ারি প্রকাশিত এর টিজারে দেখা যায়, রহস্যমোড়া এই মৃত্যুর জট খুলতে নেমেছেন এসপি গোলাম মামুন চরিত্রে অপূর্ব, তার উপস্থাপন নজর কেড়েছে দর্শকদের। সিরিজের পোস্টার শেয়ার করে অপূর্ব ফেসবুকে লিখেছেন, ‘এসপি গোলাম মামুন কি পারবে এই অন্ধকার রহস্যের সুরাহা করতে?’
‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজে আরও অভিনয় করছেন– তারিক আনাম খান, গাজী রাকায়েত, তানিয়া আহমেদ, তৌকীর আহমেদ, ইয়াশ রোহান, তমা মির্জা, শাহনাজ সুমি, তানভীর প্রমুখ।

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
১৯ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
১৯ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
১৯ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে