Alexa
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

প্রেমিক নয়, সালমান আমার অনুপ্রেরণা: শেহনাজ গিল

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ১৫:৫৭

‘বিগ বস’ খ্যাত ভারতীয় মডেল শেহনাজ গিল। ছবি: ইনস্টাগ্রাম হাসিখুশি স্বভাব ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত উপস্থিতি দিয়ে এর মধ্যেই নজর কেড়েছেন তিনি। ক্যাটরিনা কাইফ, জারিন খান, সোনাক্ষী সিনহার পর সালমান খানের ঘনিষ্ঠতার সূত্র ধরে এবার বলিউডেও পা দিতে চলেছেন। রিয়েলিটি শো বিগ বস দিয়ে নাম কামানো এই মডেলের নাম শেহনাজ গিল। সালমানের সঙ্গে তাঁর সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তি পাচ্ছে ২১ এপ্রিল।

আজ ২৭ জানুয়ারি শুক্রবার তাঁর ৩০তম জন্মদিন। ১৯৯৩ সালের আজকের এই দিনে ভারতের পাঞ্জাবে তিনি জন্মগ্রহণ করেন। ২০১৫ সালে মিউজিক ভিডিওতে মডেল হিসেবে তিনি তাঁর ক্যারিয়ার শুরু করেন। ২০১৭ সালে পাঞ্জাবি চলচ্চিত্র ‘সাত শ্রী আকাল ইংল্যান্ড’-এর মাধ্যমে তাঁর চলচ্চিত্রে অভিষেক হয়। 

‘বিগ বস’ খ্যাত ভারতীয় মডেল শেহনাজ গিল। ছবি: ইনস্টাগ্রাম ২০২০ সালে ‘বিগ বসের’ ত্রয়োদশ পর্বে অংশ নিয়ে আলোচনায় আসেন শেহনাজ। সেবার বিগ বস জয়ী সিদ্ধার্থ শুক্লার সঙ্গে সম্পর্কে জড়ান। তাঁর আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েন এই অভিনেত্রী। ধীরে ধীরে সেই শোক কাটিয়ে কাজে ফিরেছেন তিনি।

‘বিগ বস’ খ্যাত ভারতীয় মডেল শেহনাজ গিল। ছবি: ইনস্টাগ্রাম পরে একাধিক তারকার সঙ্গে শেহনাজের সম্পর্কে জড়ানোর খবরও শোনা গেছে—কখনো সালমান খান, কখনো পাঞ্জাবি হার্টথ্রব রাঘব জুয়েল, কখনো আবার গুরু রানধাওয়া। তবে এগুলোকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী।

‘বিগ বস’ খ্যাত ভারতীয় মডেল শেহনাজ গিল। ছবি: ইনস্টাগ্রাম ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর শুটিং সেট থেকেই গুঞ্জনের শুরু—ভাইজানের সঙ্গে প্রেমে মেতেছেন তিনি। এই ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন শেহনাজ। এত দিন মুখ না খুললেও সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘আমাকে বাঁচার অনুপ্রেরণা জুগিয়েছেন সালমান।’

‘বিগ বস’ খ্যাত ভারতীয় মডেল শেহনাজ গিল। ছবি: ইনস্টাগ্রাম ছোট জায়গা থেকে বলিউডে ভাগ্যান্বেষণে আসা অনেক মানুষই সঠিক পথ দেখতে না পেয়ে হারিয়ে যান। কিন্তু হারাননি শেহনাজ। তাঁর হাত শক্ত করে ধরেছিলেন ভাইজান। শেহনাজ বলেন, ‘তিনি আমার অনুপ্রেরণা। আমায় বলছিলেন, কঠোর পরিশ্রম করলে আমি জীবনে সত্যিই অনেক দূর যেতে পারব। আমায় বাঁচতে শিখিয়েছেন, লড়তে শিখিয়েছেন সালমান।’

‘বিগ বস’ খ্যাত ভারতীয় মডেল শেহনাজ গিল। ছবি: ইনস্টাগ্রাম কিছুদিন আগেও শেহনাজের বাগদান নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। তাঁর চ্যাট শো ‘দেশি ভাইবস’-এ হাজির হয়েছিলেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। সেখানেই শেহনাজের আঙুলে একটি হিরের আংটি দেখে কৌতূহল চেপে রাখতে পারেননি রাকুল। বলে ফেলেন, আংটিটি ভুল আঙুলে পরা হয়েছে। বাঁ হাতের অনামিকায় কেন নেই? যদিও রাকুলের এই কৌতূহলের দ্রুতই নিরসন করেন শেহনাজ; জানান, তিনি সম্পর্কে নেই। তাঁর বাগদানও হয়নি। নিজেই নিজেকে উপহার দিয়েছেন ওই আংটি। 

‘বিগ বস’ খ্যাত ভারতীয় মডেল শেহনাজ গিল। ছবি: ইনস্টাগ্রাম শেহনাজ বলেন, ‘আমি কারও ওপর নির্ভরশীল নই।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    সন্তানদের জন্য বিপুল সম্পদ রেখে যেতে চান না ‘জেমস বন্ড’

    আয়রন ম্যানের চিবানো চুইংগামের দাম উঠেছে ৬০ লাখ টাকা

    বাইডেনের নৈশভোজে ব্ল্যাকপিংক

    সমাজে প্রশ্ন করার, দ্বিমত করার জায়গা থাকতে হবে: ফারুকী

    ঈদে যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘ব্ল্যাক ওয়ার’

    ৩০ বছর বয়স থেকেই মা হওয়ার প্রস্তুতি নিয়েছিলেন প্রিয়াঙ্কা

    হাতীবান্ধায় বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

    ৪৫ জন নেবে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট

    ফ্লাইটে প্রবাসীর মৃত্যু: বৈমানিকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিমান

    এক বছরে একাই ৬ লাখ রুপির ইডলি অর্ডার করেছেন

    যুক্তরাষ্ট্রের প্রার্থী অজয় বঙ্গাকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ঘোষণা

    অভিযুক্ত হওয়ার পর যা বললেন ট্রাম্প ও তাঁর সমর্থকেরা