ভারতীয় মডেল ও অভিনেত্রী বাণী কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত নিজের ফ্যাশনেবল লুক শেয়ার করেন তিনি। শুধু আধুনিক লুকেই নন, ভারতীয় ঐতিহ্যবাহী বিভিন্ন লুকেও দেখা মেলে তাঁর। বাণী কাপুরের প্রতিটি স্টাইলই তাঁর ভক্তরা খুব পছন্দ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করলেই বাণী কাপুর হয়ে ওঠেন ‘টক অব দ্য টাউন’।
২০১৩ সালে পরিণীতি চোপড়া ও সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘শুদ্ধ দেশি রোম্যানস’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় বাণী কাপুরের। এই ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য ৫৯তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রীর পুরস্কার পান তিনি।
বাণীর প্রথম তামিল চলচ্চিত্র ‘আহা কল্যাণম’, এটি ব্যবসায়িকভাবেও সফল হয়। এটি ছিল বলিউড সিনেমা ‘ব্যান্ড বাজা বারাত’-এর রিমেক।
রণবীর সিংয়ের সঙ্গে ২০১৬ সালে ‘বেফিকরে’ এবং ২০১৯ সালে হৃতিক রোশন ও টাইগার শ্রফের সঙ্গে ‘ওয়ার’ সিনেমায় অভিনয় করেন বাণী। সিনেমাটি বক্স অফিসে খুবই সফল হয়েছিল। ২০১৯ সালে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমা ছিল সেটি।
বাণীর সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ২০২২ সালে রণবীর কাপুরের বিপরীতে ‘শমশেরা’।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে