আসন্ন রমজান মাসে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে একসঙ্গে পুরো মাসের পণ্য না কেনার জন্য ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত টাস্কফোর্সের পঞ্চম সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই আহ্বান জানান।
বাণিজ্যমন্ত্রী জানান, রমজানের শুরুতে বক্তারা পুরো মাসের বাজার একসঙ্গে করেন। এতে বাজারে পণ্যের চাপ বাড়ে, ফলে দামও বেড়ে যায়। এ জন্য পুরো মাসের বাজার একসঙ্গে না করে অন্তত কয়েক দফায় করার অনুরোধ করেন বাণিজ্যমন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী আরও জানান, আজকের বৈঠকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজারে পণ্যের দাম ও ঋণপত্র (এলসি) খোলার সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। রমজানকেন্দ্রিক পণ্যের মজুত পরিস্থিতি, আমদানি, রমজানে পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করা ও ব্যাংক ব্যবস্থাপনা নিয়েও কথা হয়েছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে