
২০২২ লিওনেল মেসির জন্য স্মরণীয় একটি বছরই বলতে হবে। পরম আরাধ্য ফুটবল বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরলেন। একই সঙ্গে আর্জেন্টিনার ৩৬ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। বছরটিকে মেসি তাই কখনো ভুলতে পারবেন না।
গতকাল পুরোনো বছরের শেষ দিনে ফেসবুকে নিজের পরিবারের সঙ্গে ছবি পোস্ট করেছেন। একই সঙ্গে ২০২২ নিয়ে স্মৃতিচারণ করেছেন। ভক্ত-সমর্থকদের ভালোবাসা পেয়ে খুব খুশি তিনি। ২০২৩ সালের শুভেচ্ছা জানিয়েছেন মেসি। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড লিখেছেন, ‘যে বছরটি শেষ হলো, আমি কখনো ভুলব না। যে স্বপ্নের পেছনে আমি ছুটছিলাম, অবশেষে তা সত্যি হয়েছে। পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পেরে ভালো লাগছে। যারা সবসময় আমাকে সমর্থন করেছে এবং কখনোই আমাকে ছেড়ে যায়নি। প্যারিস, বার্সেলোনা এবং আরো অনেক শহর ও দেশ থেকে যে দেশে যেখানেই যাচ্ছি, ভালোবাসা পাচ্ছি। এই বছরটাও সবার জন্য চমৎকার হোক এবং ২০২৩ সালে সবাই সুখী থাকুক, এই শুভকামনা।’
২০২২ সালে ফিনালিসিমা, বিশ্বকাপ—দুটো শিরোপা জিতলেন মেসি। ওয়েম্বলিতে ইতালিকে ৩-০তে হারানোর ম্যাচে দুটো অ্যাসিস্ট করেছেন। আর কাতার বিশ্বকাপে সাত ম্যাচে করেছেন ৭ গোল, অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। জিতেছেন ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বলের পুরস্কার। তাতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরস্কার জিতলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। একমাত্র ফুটবলার হিসেবে এক বিশ্বকাপে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালে গোল করার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক। আন্তর্জাতিক ফুটবলে মেসি এখন পর্যন্ত ১৭২ ম্যাচ খেলে করেছেন ৯৮ গোল, অ্যাসিস্ট করেছেন ৫৫ গোলে, যেখানে বিশ্বকাপ ইতিহাসে ২৬ ম্যাচে ১৩ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছেন। ভেঙেচুরে দিয়েছিলেন কিংবদন্তিদের রেকর্ড।

২০২২ লিওনেল মেসির জন্য স্মরণীয় একটি বছরই বলতে হবে। পরম আরাধ্য ফুটবল বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরলেন। একই সঙ্গে আর্জেন্টিনার ৩৬ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। বছরটিকে মেসি তাই কখনো ভুলতে পারবেন না।
গতকাল পুরোনো বছরের শেষ দিনে ফেসবুকে নিজের পরিবারের সঙ্গে ছবি পোস্ট করেছেন। একই সঙ্গে ২০২২ নিয়ে স্মৃতিচারণ করেছেন। ভক্ত-সমর্থকদের ভালোবাসা পেয়ে খুব খুশি তিনি। ২০২৩ সালের শুভেচ্ছা জানিয়েছেন মেসি। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড লিখেছেন, ‘যে বছরটি শেষ হলো, আমি কখনো ভুলব না। যে স্বপ্নের পেছনে আমি ছুটছিলাম, অবশেষে তা সত্যি হয়েছে। পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পেরে ভালো লাগছে। যারা সবসময় আমাকে সমর্থন করেছে এবং কখনোই আমাকে ছেড়ে যায়নি। প্যারিস, বার্সেলোনা এবং আরো অনেক শহর ও দেশ থেকে যে দেশে যেখানেই যাচ্ছি, ভালোবাসা পাচ্ছি। এই বছরটাও সবার জন্য চমৎকার হোক এবং ২০২৩ সালে সবাই সুখী থাকুক, এই শুভকামনা।’
২০২২ সালে ফিনালিসিমা, বিশ্বকাপ—দুটো শিরোপা জিতলেন মেসি। ওয়েম্বলিতে ইতালিকে ৩-০তে হারানোর ম্যাচে দুটো অ্যাসিস্ট করেছেন। আর কাতার বিশ্বকাপে সাত ম্যাচে করেছেন ৭ গোল, অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। জিতেছেন ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বলের পুরস্কার। তাতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরস্কার জিতলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। একমাত্র ফুটবলার হিসেবে এক বিশ্বকাপে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালে গোল করার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক। আন্তর্জাতিক ফুটবলে মেসি এখন পর্যন্ত ১৭২ ম্যাচ খেলে করেছেন ৯৮ গোল, অ্যাসিস্ট করেছেন ৫৫ গোলে, যেখানে বিশ্বকাপ ইতিহাসে ২৬ ম্যাচে ১৩ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছেন। ভেঙেচুরে দিয়েছিলেন কিংবদন্তিদের রেকর্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৩ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৫ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
৯ ঘণ্টা আগে