Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

২০২৩ আইপিএল নিলাম

সাকিব-লিটন-তাসকিনদের আইপিএলে নিল না কেউই

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ২০:৫৫

সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদদের কেউই দল পাননি আইপিএলের নিলামে। ছবি: সংগৃহীত বাংলাদেশিদের আগ্রহের কেন্দ্রবিন্দু আজ কোচিতে চলমান ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি অকশন। এবারের আইপিএল নিলামে রয়েছেন সাকিব আল হাসানসহ চার বাংলাদেশি। তবে সাকিব, লিটন, তাসকিন-কেউই দল পাননি। 

দেড় কোটি রূপির ভিত্তিমূল্যে (বাংলাদেশি ১ কোটি ৯২ লাখ টাকা) সাকিবকে নিলামে তোলা হয়েছিল। অনেকক্ষণ ডাকাডাকির পর বাংলাদেশের এই অলরাউন্ডারকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। সাকিব অবশ্য ২০২২ আইপিএলের মেগা নিলামেও কোনো দল পাননি। লিটন, তাসকিন, আফিফ-প্রত্যেকের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রূপি (বাংলাদেশি ৬৪ লাখ টাকা)। লিটন, তাসকিনদের নিতে কেউই আগ্রহ দেখায়নি। আফিফকে এখনো পর্যন্ত কেউই ডাকেনি। 

২০১১ থেকে ২০২১-১০ বছরের আইপিএল ক্যারিয়ারে ৭১ ম্যাচ খেলেছেন সাকিব। ১৯.৮২ গড় এবং ১২৪.৪৯ স্ট্রাইক রেটে করেছেন ৭৯৩ রান। ৭.৪৪ ইকোনমিতে নিয়েছেন ৬৩ উইকেট। কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে আইপিএলে খেলেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। অন্যদিকে, লিটন, তাসকিন, আফিফদের কেউই আগে কখনো আইপিএল খেলেননি। 

প্রাথমিকভাবে ৯৯১ জন ক্রিকেটার নিলামে নাম জমা দিলেও চূড়ান্ত করে ৪০৫ জন ক্রিকেটারকে নিলামে তোলা হচ্ছে। এর মধ্যে দল পাবেন সর্বোচ্চ ৮৭ জন ক্রিকেটার। চূড়ান্ত তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে ১১৯ জন ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। বাকি ২৯৬ জনের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। ৪০৫ জন ক্রিকেটারের মধ্যে ভারতেরই রয়েছে ২৭৩ জন ক্রিকেটার। আর বিদেশি ক্রিকেটার রয়েছে ১৩২ জন। চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৪ জন সহযোগী দেশের ক্রিকেটার।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    দুই বছরে দুই হ্যাটট্রিক বাবুর

    ‘মিউনিখে সেদিন অসহায় ও উদভ্রান্ত ছিলেন মেসি’

    বেলজিয়ামের নেতৃত্বে ডি ব্রুইনা 

    ফুটবলকে বিদায় জানালেন মেসুত ওজিল

    হারিয়ে যেতে চান না রিশাদ 

    রেকর্ড সেঞ্চুরির পর র‍্যাঙ্কিংয়ে মুশফিকের লাফ

    বিইউপির আন্তবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় জয়ী আইন বিভাগ

    প্রাথমিকে আরও তিন বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    বিডিআর কাঁচাবাজারে চাঁদাবাজির অভিযোগে ব্যবসায়ী সমিতির নেতাসহ আটক ২

    জীবিত হয়েছেন ২৭ মৃত ব্যক্তি, আরও ২০৩ জনকে জীবিত করার চেষ্টা!

    ঘুষের টাকা ফেরত চাওয়ায় মারধর, অভিযোগ সার্ভেয়ারের বিরুদ্ধে 

    গাইবান্ধায় স্কুলছাত্রের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন