Ajker Patrika

শ্রীপুরে যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকলের ১ ঘণ্টা পর সচল

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ০৯: ৩৯
শ্রীপুরে যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকলের ১ ঘণ্টা পর সচল

গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ইঞ্জিন বিকলের এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শ্রীপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বরত মাস্টার শামীমা আক্তার। 

শামীমা আক্তার বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি আজ সকাল ৬টা ২৪ মিনিটে শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। এর দুই মিনিট পর ৬টা ২৬ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে শ্রীপুর স্টেশন থেকে ছেড়ে যায়। কিন্তু আউটার সিগন্যালের কাছাকাছি পৌঁছামাত্রই ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ময়মনসিংহগামী বলাকা কমিউটার ট্রেন রাজেন্দ্রপুর স্টেশনে যাত্রাবিরতি করে। 

শামীমা আক্তার আরও বলেন, এক ঘণ্টা পর বলাকা কমিউটার থেকে ইঞ্জিন এনে যমুনা এক্সপ্রেস ট্রেনের চলাচল স্বাভাবিক করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...