এবারের বিশ্বকাপে চোট পিছু ছাড়ছে না ফ্রান্সের। স্কোয়াড ঘোষণার আগে থেকেই দলটি একের পর এক বড় তারকা ফুটবলারকে হারিয়েছে। এবার চোটে হারালেন স্কোয়াডের আরেক তারকা ফুটবলারকে। হাঁটুর চোটে ছিটকে গেছেন দলটির ফরোয়ার্ড ক্রিস্টোফার এনকুকু। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন।
বিশ্বকাপ শুরুর আগেই স্বপ্নভঙ্গ হলো এনকুকুর। মঙ্গলবার অনুশীলনে বাঁ হাঁটুতে চোট পান তিনি। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার মতো তাঁকেও ছিটকে যেতে হলো টুর্নামেন্ট থেকে। তাঁর মতো দুদিন আগে স্কোয়াড থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার প্রেসনেল কিমপেম্বে। আরবি লাইপজিগের এই ফরোয়ার্ডের চোটের বিষয়ে ফ্রান্স জাতীয় দল বিবৃতিতে বলেছে, ‘অনুশীলনে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এনকুকু। পুরো দল তাঁর এমন সংবাদে হতাশ হয়েছে। সেই সঙ্গে এই ফরোয়ার্ডের দ্রুত আরোগ্য কামনা করেছে।’
এ মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন এনকুকু। আরবি লাইপজিগের হয়ে বিশ্বকাপ বিরতির আগে ১৫ ম্যাচে ১২ গোল করেছেন তিনি। এমন অবিশ্বাস্য ফর্মেই বিশ্বকাপকে রাঙিয়ে দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু দুর্ভাগা চোট ফরোয়ার্ডের স্বপ্ন চুরমার করে দিল। তাঁর পরিবর্তে কাকে নেওয়া হবে এখনো জানায়নি ফ্রান্স দল।
এনকুকু ও কিমপেম্বে স্কোয়াড থেকে ছিটকে যাওয়ার আগেও ফ্রান্স দল হারিয়েছে রাশিয়া বিশ্বকাপজয়ী দুই তারকা মিডফিল্ডারকে। স্কোয়াড ঘোষণার আগেই বাদ পড়েছিলেন পল পগবা ও এনগালো কান্তে। ২২ নভেম্বর, অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স। ‘ডি’ গ্রুপের অন্য দুই দল ডেনমার্ক ও তিউনিসিয়া।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
- বিশ্বকাপের উদ্বোধনে মঞ্চ মাতাবেন যাঁরা
- কাতারে ফুটবল স্টেডিয়াম কয়টি
- জেসুসের চোখে নেইমার সেরা
- বিশ্বকাপ নিয়ে অখুশি ফার্নান্দেজ
- কুড়িগ্রাম শহরে চলছে আর্জেন্টিনার অটোরিকশা
- কাতার বিশ্বকাপের ৮টি নান্দনিক স্টেডিয়াম
- গোৎশে-মুলারদের নিয়ে কাতার বিশ্বকাপে জার্মানি
- হ্যারি কেনকে নিয়ে ইংল্যান্ডের কাতার বিশ্বকাপ দল
- এবারের ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার দলে থাকছেন যারা
- ভবিষ্যদ্বাণী করে বিদ্রুপের শিকার টিম কাহিল
- ফর্মের খোঁজে জার্মানি
- বিশ্বকাপ জেতাই উরুগুয়ের লক্ষ্য, বলছেন নুনেজ
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে