Ajker Patrika

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: রাজবাড়ির স্মৃতির জামিন

  নিজস্ব প্রতিবেদক, ঢাকা 
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: রাজবাড়ির স্মৃতির জামিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় রাজবাড়ীর মহিলা দলের কর্মী সোনিয়া আক্তার স্মৃতিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের বেঞ্চ এই জামিন দেন। 

এর আগে ফেসবুকে পোস্ট দিয়ে প্রধানমন্ত্রীর ‘সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্নের’ অভিযোগে দায়ের করা মামলায় গত ৫ অক্টোবর রাতে দুই সন্তানের জননী স্মৃতিকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পর দিন হাজির করা হলে তাকে কারাগারে পাঠান আদালত। 

পরে নিম্ন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করে স্মৃতির আইনজীবী। 

স্মৃতি রাজবাড়ি ব্লাড ডোনার্সের প্রতিষ্ঠাতা। স্মৃতির পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তাকে সহায়তা করেন ব্যারিস্টার কায়সার কামাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...