Alexa
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

মুসলিম বিভাজনের রাজনীতিতে ভারতের কট্টর হিন্দুত্ববাদীরা 

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১০:২৭

দিল্লির মসজিদে সাক্ষাৎ করতে যান মোহন ভগবত। ছবি: সংগৃহীত  ভারতের কট্টর মুসলিমবিরোধী সংগঠন বলে পরিচিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের শীর্ষ নেতৃত্ব ইদানীং মুসলিম সম্প্রদায়ের প্রশংসা শুরু করেছেন। এমনকি মসজিদে গিয়েও মুসলিম নেতা ও বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক করতে দেখা গেছে সংঘের প্রধান মোহন ভগবতকে। বর্তমানে দেশজুড়ে সাম্প্রদায়িক অসংহতি নিয়েও উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে তাঁকে। সংঘের এমন আচরণকে সন্দেহের চোখে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

মুসলিম সম্প্রদায়ের প্রশংসা, নেতাদের সঙ্গে বৈঠক করলেও আসামে অসমিয়া মুসলমানদের প্রশংসার পাশাপাশি বাঙালি মুসলমানদের বিদেশি বা বাংলাদেশি বলে বিভাজনের রেখা টানার চেষ্টা করা হচ্ছে বলেও আরএসএস মদদপুষ্ট বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠছে। পরিস্থিতি পর্যালোচনা করে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনুমান, ভারতের বিশালসংখ্যক মুসলিম ভোটব্যাংকের কথা মাথায় রেখেই বিজেপি মুসলমানদের মধ্যে বিভাজন চাইছে। তাই পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া বা পিএফআইয়ের মতো মুসলিম সংগঠনের নেতাদের গ্রেপ্তার করে সংগঠনটিকেই নিষিদ্ধ ঘোষণা করা হলেও মুসলিম বুদ্ধিজীবীদের একাংশের সঙ্গে হিন্দুত্ববাদী নেতাদের দহরম-মহরম বাড়ছে।

গত আগস্টে আরএসএস সংঘের প্রধান মোহন ভগবত পাঁচজন মুসলিম বুদ্ধিজীবীর সঙ্গে বৈঠক করে গোটা দেশকে অবাক করে মুসলিমদের প্রতি সহিষ্ণুতার বার্তা দেন। অতি সম্প্রতি দিল্লির একটি মসজিদে বৈঠক করেন অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম উমর আহমেদ ইলিয়াসীর সঙ্গে। সেখান থেকেও মৈত্রী বার্তা পৌঁছে যায় মুসলিম সমাজের কাছে। শুধু তাই নয়, নিজেদের অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতার পরিচয় দেওয়ার পাশাপাশি কংগ্রেসশাসিত ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের আমন্ত্রণেও তাঁর রাজ্যে হাজির হন।

এর আগে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে নিজেদের সদর দপ্তরে নিয়ে গিয়ে রাজনৈতিক সহিষ্ণুতারও পরিচয় দেওয়ার চেষ্টা করে আরএসএস। বাংলাদেশের প্রতিবেশী আসামে রীতিমতো অসমিয়া মুসলিমদের আলাদা মর্যাদা দিচ্ছে সরকার। সেখানে বাঙালি ও অসমিয়া মুসলমানদের মধ্যে বিভাজনের রাজনীতি স্পষ্ট। 

বামপন্থীদের মতে, আরএসএস হলো বিজেপির আসল চালিকাশক্তি। গোটা দেশে হিন্দুত্ববাদীদের দৌরাত্ম্যের সঙ্গে যুক্ত আরএসএসের সদস্যরাই। প্রবীণ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মতে, হাতির যেমন দেখানোর ও খাওয়ার দাঁত আলাদা থাকে, আরএসএসেরও ঠিক তাই। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর মতে, জাতির জনক গান্ধীজির হত্যাকারীদের রক্তের দাগ লেগে রয়েছে আরএসএসের গায়ে।

গোটা দেশে সাম্প্রদায়িক অশান্তির জন্য তিনি আরএসএস-বিজেপিকেই দায়ী করেন। সম্প্রতি কলকাতায় দুই প্রয়াত আরএসএস নেতা কেশব রাও দীক্ষিত ও শ্যামলাল বন্দ্যোপাধ্যায়ের স্মরণসভায় মোহন ভাগবত বলেন, ‘গোটা বিশ্বের মানবিকতার জন্য ভারতীয় হিন্দুরা রোল মডেল হবে। সংঘের স্বয়ংসেবকদের সেই রোল মডেল হতে হবে। ধীরে ধীরে মানুষ সংঘের স্বয়ংসেবকদের অনুকরণ করতে শুরু করেছে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ‘ভয় দেখিয়ে আমার ভাইয়ের কণ্ঠ রোধ করা চেষ্টা করা হচ্ছে’

    মানহানির মামলায় রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ড

    ভূমিকম্পে পাকিস্তান ও আফগানিস্তানে ১২ জনের প্রাণহানি

    শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান-পাকিস্তান ও ভারত

    কেন্দ্র সরকারের ওপর থেকে নিচ পর্যন্ত মূর্খ লোক: দিল্লির মুখ্যমন্ত্রী

    অমর্ত্য সেনকে এবার উচ্ছেদের নোটিশ দিল বিশ্বভারতী

    এনবিআরের ওপর ক্ষুব্ধ ব্যবসায়ীরা

    বিশ্বজুড়ে গুগলের পরিষেবা গুলোতে বিভ্রাট   

    ‘বাজারের ভোজ্যতেলের সিংহভাগ ভেজাল’

    ভোটের মাঠে

    হবিগঞ্জ-২: মনোনয়নপ্রত্যাশীর ছড়াছড়ি আ.লীগে

    রাজশাহীতে শিশু ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

    চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১