রোববার, ০৪ জুন ২০২৩

সেকশন

 

বহিরাগতদের ভোটাধিকার দেওয়ায় বিক্ষুব্ধ জম্মু–কাশ্মীর 

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ২০:৪৪

বহিরাগতদের ভোটাধিকার দেওয়ায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন জম্মু–কাশ্মীরের স্থানীয়রা। ছবি: সংগৃহীত  ভারত নিয়ন্ত্রিত জম্মু–কাশ্মীরে অস্থায়ীভাবে বসবাসকারী ভারতীয়রা সেখানকার নির্বাচনে ভোট দিতে পারবেন। সম্প্রতি এমন একটি ঘোষণা দেওয়া হয়েছে ভারতের কেন্দ্র নিয়ন্ত্রিত অঞ্চলটির সর্বোচ্চ নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে। ঘোষণার পরপরই এর বিরোধিতায় উত্তাল হয়ে উঠেছে জম্মু–কাশ্মীর। আন্দোলনকারীদের অভিযোগ, অঞ্চলটিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা হ্রাসেই এই উদ্যোগ নিয়েছে কেন্দ্র। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার কেন্দ্র নিয়ন্ত্রিত এই অঞ্চলটির শীর্ষ নির্বাচনী কর্মকর্তা ঘোষিত এই পদক্ষেপের ফলে ওই অঞ্চলে বিদ্যমান ৭৬ লাখ ভোটারের সঙ্গে আরও ২৫ লাখ অতিরিক্ত ভোটার যুক্ত হবে। ফলে ওই অঞ্চলে মোট ভোটারের সংখ্যা আগের তুলনায় প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পাবে। 

ঘোষণা অনুসারে, নতুন ভোটারদের মধ্যে মূলত জম্মু–কাশ্মীরে অস্থায়ীভাবে বসবাসকারী ভারতীয়রা, ভারতের সামরিক বাহিনীর সদস্য, সরকারি ও বেসরকারি খাতের কর্মচারী এবং দেশটির বিভিন্ন রাজ্য থেকে আগত অভিবাসী শ্রমিকেরাও অন্তর্ভুক্ত হবে। 

জম্মু–কাশ্মীরের প্রধান নির্বাচনী কর্মকর্তা হার্দিশ কুমার বলেছেন, ‘যারা আগের ভোটার তালিকায় ছিলেন না,৩৭০ ধারা বাতিলের পর তারাও এখন ভোট দিতে পারবেন।’ এ সময় তিনি আরও জানান, একই সঙ্গে ভারতে নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পর্কিত জনপ্রতিনিধিত্ব আইনের বিধানগুলোও এখানে প্রযোজ্য হবে। 

এর আগে, ২০১৯ সালের আগস্ট পর্যন্ত ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের আওতায় জম্মু–কাশ্মীরের যে বিশেষ মর্যাদা ছিল সেই অনুযায়ী কেবল ওই অঞ্চলের স্থায়ী অধিবাসীরাই নির্বাচনে ভোট দিতে পারতেন। আগের বিধান অনুসারে, অঞ্চলটিতে বাইরে থেকে আসা ভারতের যেকোনো রাজ্যের নাগরিকের জন্য স্থায়ীভাবে বসতি স্থাপন, জমি কেনা এবং স্থানীয় সরকারি চাকরি করা নিষিদ্ধ ছিল।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    ভারতে ট্রেন দুর্ঘটনা: সামনে-পেছনে শুধু মৃতদেহ, ভেসে আসছে কান্নার শব্দ

    এরদোয়ানের নতুন মন্ত্রিসভা, দুই মন্ত্রণালয় বাদে সবগুলোতে পরিবর্তন 

    ভারতে ট্রেন দুর্ঘটনা: ‘কাঁদতে কাঁদতে শিশুটিও কিছুক্ষণ পর মারা যায়’

    ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮৮

    ভারতে ট্রেন দুর্ঘটনা: ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ পাবে নিহতদের পরিবার 

    ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৩৩, আহত ৯০০

    এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ১৭ আগস্ট

    টিসিবির পণ্য বিক্রির সময় কাউন্সিলর প্রার্থীর জন্য ভোট চাওয়ার অভিযোগ

    গ্রামীণফোন ও ব্যাংক এশিয়ার মধ্যে চুক্তি সই

    জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রী বললেন, ক্রয় করাটা অসম্ভব হয়ে পড়েছে

    টঙ্গীতে মোটরসাইকেলে বাসের ধাক্কা, চালক পিষ্ট কাভার্ড ভ্যানের চাকায়

    প্রক্সি কাণ্ডে জড়িত ছাত্রলীগ নেতা শান্ত বহিষ্কার